বাংলাদেশ পুলিশ পিবিআই যশোরের সহায়তায় লিবিয়া থেকে মানব পাচারের ভিকটিম আব্দুস সালাম উদ্ধার।
বাংলাদেশ পুলিশ পিবিআই যশোরের সহায়তায় লিবিয়া থেকে মানব পাচারের ভিকটিম আব্দুস সালাম উদ্ধার।
সৈয়দ আব্দুস সালাম (৪২) (ভিকটিম), পিতা- মৃত সৈয়দ তোজাম্মেল হোসেন, সাং- খলসী, থানা- বাঘারপাড়া, জেলা- যশোর। উক্ত ভিকটিম একজন সহজ সরল প্রকৃতির। সে পেশায় একজন কৃষক। কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করত। পরিবারিক সচ্ছলতার জন্য সে বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নেয়। ভিকটিমের প্রতিবেশি আসামি নওয়াব আলী উক্ত বিষয়টি জানতে পেরে ভিকটিমকে রোমানিয়ায় পাঠাতে পারবে বলে জানায়। তখন ভিকটিম তার পরিবারের সাথে আলোচনা করে রোমানিয়ায় যাওয়ার সিন্ধান্ত নেয়। পরে নওয়াব আলী ভিকটিমকে জানায় তাকে রোমানিয়াতে না ইটালি পাঠাতে পারবে। তখন তার কথামত ভিকটিমের সাথে আসামী নওয়াব আলীর চার লক্ষ টাকার চুক্তি হয় এবং চুক্তি অনুযায়ী টাকা নিয়ে আসামী নওয়াব আলী ভিকটিমকে গত ২২/০৩/২০২৩ খ্রিঃ ঢাকা বিমান বন্দরে দিয়ে দুবাই নিয়ে যায় ।
সেখানে দুই দিন অবস্থান করার পর মিশরে পাঁচ ঘন্টা বিরতির পর লিবিয়া নিয়ে একটি বাসায় ভিতর আটক রাখে। সেখান থেকে ২০/২২ দিন পর নওয়াব আলী ভিকটিমকে ইটালি পাঠানোর জন্য অপরিচিত কিছু লোকের কাছে পাঠায়। তখন তারা ভিকটিমকে আসামি নাদিম ও আসামি হাসানের সাথে যোগাযোগ করতে বলে। ভিকটিম তাদের সাথে যোগাযোগ করে এবং পরবর্তীতে উক্ত আসামীরা ভিকটিমে একটি অজ্ঞাত স্থানে আটক করে রাখে। ভিকটিমকে আটক রেখে আসামীরা মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকে। ভিকটিমকে নির্যাতন করে তার পরিবারের নিকট থেকে বিভিন্ন সময় ১৫,০০,০০০/- টাকা আদায় করে। এরপরও যখন তারা ভিকটিমকে মুক্ত করে না দিলে তার পরিবারের লোকজন বুঝতে পারে ভিকটিম কোন মানচপাচার চক্রের হাতে জিম্মি হয়ে আছে। পরবর্তীতে ভিকটিমের পরিবার তাকে উদ্ধারের জন্য বিজ্ঞ আদালতে মানব পাচার মামলা নং- ১২/২০২৪, তারিখ- ০২/০৫/২০২৪ ইং, ধারা- মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ এর ৬/৭/৮ ধারা রুজু করে।
পরবর্তীতে বিজ্ঞ আদালত পিবিআই যশোরকে মামলাটি তদন্তের নির্দেশ প্রদান করলে পিবিআই ভারপ্রাপ্ত প্রধান জনাব মোঃ মোস্তফা কামাল, ডিআইজি (সিআরও-পূর্বাঞ্চল), বাংলাদেশ পুলিশ এর সঠিক তত্ত্ববধান ও দিক নির্দেশনায়, পিবিআই যশোর জেলা ইউনিট ইনচার্জ পুলিশ সুপার রেশমা শারমিন, পিপিএম-সেবাএর নেতৃত্তে পুলিশ পরিদর্শক (নিঃ) মীর রেজাউল হোসেন, পিবিআই যশোর ভিকটিম উদ্ধারের চেষ্টা করে। তদন্তকারী কর্মকর্তা তদন্তকালে জানতে পারেন যে, ভিকটিম সালাম লিবিয়াতে আটক আছে। তখন বিদেশে থাকা মানব পাচারকারী চক্রের সদস্য আসামী নওয়াব আলী সম্পর্কে খোঁজ খবর নেওয়া শুরু করলে নওয়াব আলী ভিকটিম সালামের সাথে তদন্তকারী কর্মকর্তার ভিডিও কলের মাধ্যমে কথা বলিয়ে দেয় এবং নওয়াব আলী ভিকটিম সালামকে দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করে। পিবিআই যশোরের সার্বিক প্রচেষ্টায় ভিকটিম সালাম দেশে ফেরত আসে। ভিকটিমকে বিজ্ঞ আদালতে জবানবন্দি প্রদান করার নিমিত্তে অদ্য ২২/০৯/২০২৪ খ্রিঃ বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হলে ফৌজদারী কার্যবিধি আইনের ১৬৪ ধারা মোতাবেক জবানবন্দি প্রদান করেছেন ।
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।