একজন মসজিদের ইমামের ছেলের চিকিৎসার জন্য সাহায্যের আবেদন।

১৮ ফেব্রুয়ারি ২০২৪, ৭:২৮:২৫

আসসালামু আলাইকুম, অসহায় একজন মসজিদের ইমামের ছেলের চিকিৎসার জন্য সাহায্যের আবেদন। টাকার অভাবে পঙ্গু প্রায় গরিবের রাজপুত্র! চিকিৎসার জন্য প্রায় তিন লক্ষ টাকা প্রয়োজন।
১২ বছরের ফুটফুটে বাচ্চার করুন অবস্থা।ট্রেনে এক পা কাটা গিয়েছে।টাকার অভাব অপারেশন হচ্ছে না।বিনা চিকিৎসায় পড়ে আছে বাসায়।খুব জরুরী অপারেশন করাতে হবে দয়া করে সবাই এগিয়ে আসুন তার বাবা কোরআনে হাফেজ ছোট একটি হাফেজিয়া ও এতিমখানায় মাদরাসায় চাকরি করেন তিনি তার শিশু বাচ্চা টাকে চিকিৎসা করাতে পারছেন না দয়া করে
১০০টাকা ২০০ টাকা ৫০০ টাকা যে যা পারেন দয়া করে সাহায্য করবেন।
যোগাযোগ ও সাহায্য পাঠানোর মাধ্যম

রুগির বাবা হাফেজ মো: ইকবাল হোসেন )
01818106894 (বিকাশ পারসোনাল)
01818106894 (নগদ পারসোনাল)
01818106894 (রকেট পারসোনাল)
ঠিকানা কুমিল্লা জেলার মুরাদনগর থনা।
কামেল্লা আলিয়া মাদরাসার সাথেই তাদের বাসা।

(পোস্ট টি শেয়ার করে ফুটফুটে বাচ্চাটির নতুন জীবন ফিরে পেতে সাহায্যর হাত বাড়িয়ে দেই আল্লাহর মেহেরবানিতে।🙏🙏

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।