বাঁচতে হলে’ই শিখতে হবে সর্বদায় , অজানা এ ভুবনে জানার শেষ নাই।
২৭ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০:২৫
বাঁচতে হলে’ই শিখতে হবে সর্বদায় , অজানা এ ভুবনে জানার শেষ নাই।
যেটা তুমি জানো” সেটাও জানো, যেটা তুমি না জানো”সেটাও জানো।
ব্যার্থ হলেও বরাবরই চেষ্টা করে যা, হাল ছাড়িলে কভু হবে না শেখা। শিখতে চাইলে পথে আসে শত বাঁধা- পারতে হবে বলে করে যাও প্রতিঙ্গা। সময় বড় মূল্যবান জিনিস মনে রেখো, সময়ের সাথে চলে’ সময়ে কাজ করো। সময়ের বৃক্ষে যে সময় মতো ঢালে জল- সময় তারে ঠিক সময় মতো দেয় ফল। তবে সময় সত্য কাউকে ঠঁকায় না কভু, সময়ের মূল্য যে বুঝে সময় ই তার প্রভু। সময়ের মূল্য দাও সময় থাকিতে ভাই- তোমাকে হারাবে ভবে এমন কেউ নাই।
কবিতাঃ সময়ের মূল্য।
কলমেঃ রিপন দাস।
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।