বাংলার বর্ষা প্রকৃতির এক অনন্য রূপ, কবিদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে পরিগণিত হয়েছে যুগের পর যুগ।

১ অক্টোবর ২০২৪, ৯:৪৩:৫২

বাংলার বর্ষা প্রকৃতির এক অনন্য রূপ, কবিদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে পরিগণিত হয়েছে যুগের পর যুগ।

বৃষ্টি, মেঘ, আকাশের রূপ পরিবর্তন এগুলো। শুধু প্রকৃতির দৃশ্য নয়, বরং কবিদের অন্তরে প্রেম, বেদনা, আশা ও স্মৃতির একটি সমৃদ্ধ পটভূমি সৃষ্টি করে। বর্ষার আগমন সবসময় আনন্দ এবং অপেক্ষার সাথে সম্পর্কিত। কবিদের চোখে, বর্ষা শুধু মেঘের গর্জন নয়, বরং এটি জীবনের সূচনা। বর্ষা এলে বাংলার প্রকৃতি যেন নতুন রূপে সাজে।

কবিরা এই ঋতুকে কবিতার পটে রাঙিয়ে তুলেছেন অসংখ্যবার। বৃষ্টি, মেঘ, নদী—সবকিছুই যেন প্রেম ও বিষাদে পূর্ণ। বাংলা কবিতায় বর্ষার প্রভাব একটি চিরন্তন বিষয়। এটি কবিদের ভাবনার জগতে প্রবাহিত হয় এবং তাদের অনুভূতির দিগন্তকে প্রসারিত করে। বর্ষা শুধু প্রকৃতির রূপ নয়, এটি আমাদের অন্তরের প্রতিচ্ছবি।

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।