যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর অভিযানে উপশহর জি-ব্লক এলাকা হতে ৩৭ বোতল ফেসিডিল ও ১.৫ কেজি গাঁজা সহ একজন আসামী গ্রেফতার ।
যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর অভিযানে উপশহর জি-ব্লক এলাকা হতে ৩৭ বোতল ফেসিডিল ও ১.৫ কেজি গাঁজা সহ একজন আসামী গ্রেফতার ।
অপর্না (হিসাব বিষয়ক সম্পাদক) Recovery Bangladesh Media Group :০৫-১০-২০২৪ ইং তারিখে দুপুর ০১:০০ ঘটিকা’য় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, যশোর এর উপ পরিচালক – মোঃ আসলাম হোসেন- এর – সার্বিক তত্ত্বাবধানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর ‘ক’ সার্কেল কর্তৃক অভিযান পরিচালনা করেছে।
উক্ত মাদক বিরোধী অভিযানে যশোর জেলা’র কোতয়ালী মডেল থানা’ধীন উপশহর ০৭ নং সেক্টর জি-ব্লক এর – হোল্ডিং নং-৩৮ বাসা’র নীচ তলার ‘ভাই ভাই এন্টারপ্রাইজ’ নামীয় সিটি গোল্ড ও কসমেটিক্স এর – গোডাউন ঘর হতে মোঃ আঃ রহমান (হাসু)কে ৩৭ (সাইত্রিশ) ফেনসিডিল বোতল ও ১.৫ (দেড়) কেজি গাঁজা সহ গ্রেফতার করেছে ।
গ্রেফতার’কৃতো আসামী হাশিমপুর পূর্ব পাড়া গ্রামের মৃত আক্তারুজ্জামান – এর ছেলে। মোঃ আঃ রহমান (হাসু) দীর্ঘদিন যাবৎ ইন্ডিয়া হতে সিটি গোল্ড ও বিভিন্ন কসমেটিক্স – এর সাথে অবৈধ মাদকদ্রব্য গাঁজা, ফেনসিডিল সহ অন্য মাদকদ্রব্য পাচার করে নিয়ে আসে এবং উক্ত গোডাউনে রেখে সিটিগোল্ড ও বিভিন্ন কসমেটিক্স ব্যবসা’র আড়ালে মাদক ব্যবসা করছে। উক্ত ঘটনা’য় উক্ত কার্যালয়ের পরিদর্শক – মোঃ লায়েক উজ্জামান বাদী হয়ে কোতয়ালী মডেল থানা’য় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন’য়ে মামলা দায়ের করা হয়েছে ।
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।