হত্যা মামলার ১৬ জন আসামী গ্রেফতারসহ ০৫ কেজি গাঁজা উদ্ধার”
হবিগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব আক্তার হোসেন বিপিএম-সেবা মহোদয়ের নির্দেশনায় জেলাব্যাপী চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে মাধবপুর থানাধীন ০৭নং জগদীশপুর ইউপির অন্তর্গত মুক্তিযোদ্ধা চত্তরের উত্তর পাশে সিলেট-ঢাকা মহাসড়কের পূর্ব পাশে জুয়েল বলকানাইজিং এর দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে ১৬/০২/২৪ ইং তারিখ রাত ০১.৪০ ঘটিকার সময় আসামী ১। মোঃ শামীম মিয়া @ বাবু (২২), পিতা-মোঃ নূর মিয়া, সাং-সন্তোষপুর উত্তর, ০৭নং জগদীশপুর ইউপি, থানা- মাধবপুর, জেলা-হবিগঞ্জকে ০৫ (পাঁচ) কেজি গাঁজাসহ আটক করা হয়। যার অনুমান মূল্য-৫০,০০০/-টাকা।
এছাড়াও মাধবপুর থানার মামলা নং-০৬, তাং-০৪/০২/২৪ইং, ধারা-১৪৩/৪৪৭/৩২৩/৩২৪/৩২৫/ ৩২৬/৩০৭/৩০২/৪২৭/১১৪/ ৩৪ পেনাল কোড এর এজাহারনামীয় ১০নং আসামী মোঃ ফারুক মিয়া (৩৮), ১৪নং মোঃ হাফিজ উল্লাহ (২৩), ১৬নং মোঃ জহিরুল্লাহ পাঠান ② বশির (২৭), ১৮নং মোঃ নাছির মিয়া (৪৭), ১৯নং মোঃ শফিক মিয়া (৩৫), ২১নং মোঃ সেলিম মিয়া (৪০), ২৭নং মোঃ উম্মেদ আলী (৩২), ২৮নং মোঃ সিরাজ মিয়া (৪৫), ৩৯নং মোঃ নূর আলী (৩২), ৪৫নং মোঃ লোকমান মিয়া (২৮), ৪৮নং মোঃ জাহাঙ্গীর মিয়া (২২), ৫২নং মোঃ শের আলী (৪৭), ৫৩নং মোঃ বদিউজ্জামান (৩২), ৫৪নং মোঃ আলমগীর মিয়া (৩৫), ৬১নং মোঃ রাসেল মিয়া (৩২), ৬৩নং মোঃ সুমন মিয়া (৩৫), সর্ব সাং-মধ্য বেজুড়া, সর্ব ৭নং জগদীশপুর ইউপি, থানা-মাধবপুর, জেলা-হবিগঞ্জদেরকে অদ্য ১৬/০২/২০২৪খ্রিঃ তারিখ ভোর ০৫.০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপি, ঢাকাস্থ ওয়ারী থানাধীন টিকাটুলি এলাকা হতে অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়।
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।