২১ রাউন্ড গুলিসহ শান্তিনগর এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মো: ফয়সাল গ্রেফতার ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো: কার্যালয় (দক্ষিণ) ।
২১ রাউন্ড গুলিসহ শান্তিনগর এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মো: ফয়সাল গ্রেফতার ।
কুমিল্লা’র- ভয়েস সত্যের সন্ধানে সবসময়- পড়ুন- দেশ ও দেশের বাহিরের- সবাই ধন্যবাদ ।
ইয়াবা-গাজা ও নগদ টাকা সহ উদ্ধার।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রোঃ (দক্ষিণ) কার্যালয় রাজধানী ঢাকার তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারিদের গ্রেপ্তার এবং বিভিন্ন মাদক স্পট ও আস্তানা উচ্ছেদে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ঢাকা বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক জনাব একেএম শওকত ইসলাম এর নির্দেশনায় ঢাকা মেট্রোঃ (দক্ষিণ) কার্যালয়ের কোতয়ালী সার্কেলের পরিদর্শক জনাব মোঃ শাহজালাল ভূঁইয়া এর নেতৃত্বে কোতয়ালী সার্কেলের একটি টিম গতকাল ১৪/১০/২০২৪ ইং তারিখ রাজধানীর শান্তিনগরের চামেলীবাগ এলাকায় অভিযান চালায়। এসময় ৫০০ পিস ইয়াবা, ৫০০ গ্রাম গাজা, মাদক বিক্রিত নগদ ১,৪৫,০০০ (এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার) টাকা ও ২১ রাউন্ড গুলিসহ একটি ম্যাগজিন উদ্ধার করা হয় এবং শান্তিনগর এলাকার চিহ্নিত মাদককারবারী মোঃ ফয়সাল (৩৩)-কে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
আসামীর নাম, ঠিকানা ও পরিচয়ঃ
মো: ফয়সাল (৩০)
পিতা: মো: আশরাফ
ঠিকানা: ৫/১-এ, চামেলীবাগ, পল্টন, ঢাকা
স্থায়ী ঠিকানা: সাং: একলামপুর, থানা: তিতাস, জেলা: কুমিল্লা।
উদ্ধারকৃত গুলি সম্পর্কে যা জানা গেছে:
গ্রেপ্তারকৃত মো: ফয়সাল (৩৩)-কে জিজ্ঞাসাবাদে জানা যায়, সম্প্রতি একটি সুযোগ-সন্ধানী অপরাধী চক্র বিভিন্ন থানা থেকে অস্ত্র-গুলি লুট করে। এমন একটি অপরাধী চক্রের থেকে আসামী মো: ফয়সাল (৩৩) ম্যাগজিন ও গুলি ক্রয় করে। একটি অস্ত্র কেনার চেষ্টা করছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। চিহ্নিত ইয়াবা কারবারি মো: ফয়সাল (৩৩) মূলত এলাকায় মাদক ব্যবসায় প্রভাব বিস্তার ও প্রতিপক্ষের মনে ভীতি সঞ্চারের কৌশল হিসেবে অস্ত্র-গুলি সংগ্রহের চেষ্টা করছিল।
গ্রেপ্তারকৃত আসামী মোঃ ফয়সাল (৩৩) শান্তিনগর ও রমনা এলাকার চিহ্নিত মাদককারবারী। আসামী ইতোপূর্বে ডিএমপি এর রমনা মডেল ও পল্টন থানায় মোট ০৬টি মাদক মামলায় অভিযুক্ত হয়েছে ।
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।