পূজামন্ডপে রাজারহাটে হামলা করতে এসে এক যুবক আনসার সদস্যদের হাতে আটক ।
পূজামন্ডপে রাজারহাটে হামলা করতে এসে এক যুবক আনসার সদস্যদের হাতে আটক ।
১০ অক্টোবর ২০২৪ ।
কুড়িগ্রামের রাজারহাটে শারদীয় দুর্গা পূজামন্ডপে হামলা করতে এসে আনসার সদস্যদের হাতে আটক হয়েছেন মোহাম্মদ নুরুজ্জামান (২৭) নামে এক যুবক। এ সময় আরো চার থেকে পাঁচ জন যুবক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। বুধবার রাত সাড়ে ১১টার সময় ঘটনাটি ঘটেছে রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের পশ্চিম দেবোত্তর কালীরপাট দুর্গা মন্দিরে ।
আটক যুবক মোহাম্মদ নুরুজ্জামান রাজারহাট উপজেলার পশ্চিম দেবোত্তর গ্রামের মোহাম্মদ ওসিউজ্জামানের ছেলে। রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা বৃহস্পতিবার দুপুরে আটক যুবক পূজামন্ডপে ঢিল ছোড়ার সত্যতা নিশ্চিত করেছেন। তার সাথে থাকা অপর চার যুবকের নাম বলেছেন। এ ঘটনায় থানায় আটক যুবকসহ ৬ জনের নামে মামলা হয়েছে। আটক যুবককে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে। সেই সাথে অপর যুবকদের আটক করতে পুলিশের অভিযান চলমান রয়েছে । ওই মন্দিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে ।
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।