ফেনী’র ছাগলনাইয়া থানা পুলিশের অভিযানে ৬৯ বোতল বিদেশী মদ(হুইস্কি) সহ ০১ জন গ্রেফতার পিকআপ জব্দ।

২১ অক্টোবর ২০২৪, ৯:৫৪:০৭

ফেনী’র ছাগলনাইয়া থানা পুলিশের অভিযানে ৬৯ বোতল বিদেশী মদ(হুইস্কি) সহ ০১ জন গ্রেফতার পিকআপ জব্দ।

গত ৩০/০৬/২০২৪খ্রি: ২২.৫০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে এসআই(নিরস্ত্র)/মোঃ মঈন উদ্দিন সঙ্গীয় অফিসার এএসআই(নিঃ)/মোঃ সুলতান মাহবুব, এএসআই(নিঃ)/আতাউর রহমান, এএসআই(নিঃ)/পদুমুত্তর বড়ুয়া ও ফোর্সের সহায়তায় ছাগলনাইয়া থানাধীন পৌরসভার ০৮ নং ওয়ার্ডের উত্তর মটুয়া সাকিনে ফুলকাজী পাড়াস্থ জনৈক আব্দুর রাজ্জাক মিলনের দোকানের সামনে বটতলী-মটুয়াগামী রাস্তার উপর অভিযান চালিয়ে ৬৯ বোতল বিদেশী মদ (হুইস্কি ও ভোটকা), মোট ওজন ৫১,৭৫০ এম,এল, সর্বমোট মূল্য- ১,০০৫০০/- টাকা মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি পিকআপ গাড়ী আটক সহ আসামী পেয়ার আহাম্মদ(৩৭), পিতা-মৃত ফয়েজ আহাম্মদ, মাতা-রোশনারা বেগম লাকী, সাং-মোকামিয়া(বেলাল ডাক্তার বাড়ী), ০৯ নং ওয়ার্ড, ০৮ নং রাধানগর ইউপি, উপজেলা/থানা-ছাগলনাইয়া, জেলা-ফেনী’কে গ্রেফতার করা হয়েছে।

এ সংক্রান্তে ছাগলনাইয়া থানায় নিয়মিত মামলা রুজু হয়।

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।