বিএনপি থেকে বহিষ্কৃত কুমিল্লা’র সাবেক কাউন্সিলর গ্রেপ্তার।

৮ নভেম্বর ২০২৪, ৯:৪৬:২৬

বিএনপি থেকে বহিষ্কৃত কুমিল্লা’র সাবেক কাউন্সিলর গ্রেপ্তার।

কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বহিষ্কৃত বিএনপি নেতা বিল্লাল হোসেনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী, তার বিরুদ্ধে ১৩ টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে কুমিল্লা জেলা পরিষদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান কুমিল্লার কোতোয়ালি থানার ওসি মহিনুল ইসলাম।

গ্রেপ্তার বিল্লাল হোসেন নগরের ২ নম্বর ওয়ার্ডের ছোটরা পূর্বপাড়া এলাকার বসু মিয়ার ছেলে। তিনি ওই ওয়ার্ডের সাবেক কাউন্সিলরের পাশাপাশি কুমিল্লা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন।

সবশেষ সিটি করপোরেশন নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে কাউন্সিলর পদে অংশগ্রহণ করায় তাকে বহিষ্কার করে বিএনপি।

ওসি মহিনুল ইসলাম বলেন, বিল্লালকে আইনশৃঙ্খলা বিঘ্নকারী হিসেবে উল্লেখ করে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। তিনি পুলিশ হেফাজতে আছেন। মঙ্গলবার তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া ।

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।