ফুলপুরের ফুল দিয়ে মালা বানিয়ে ফুলবাড়িয়ার ফুলের তোড়া হাতে ধোবাউরার আকাশে উড়ে ৷

৯ নভেম্বর ২০২৪, ১০:৪১:৩৮

ফুলপুরের ফুল দিয়ে মালা বানিয়ে..ফুলবাড়িয়ার ফুলের তোড়া হাতে ধোবাউরার আকাশে উড়ে.. হালুয়াঘাটের হালুয়ার মতো তারাকান্দার দেশে মিলিয়ে যাবো তারপর যেখানে যেদিকে দুচোখ যায় ৷

শুধু মুক্তাগাছার মুক্তার মতো সারা আকাশ ছড়ানো তারায় তারায় সেখানে হিমশীতল ঠান্ডায় ত্রিশালের শাল গায়ে জড়িয়ে ভালুকায় লুকিয়ে লুকিয়ে দেখবো তোমায়..গফরগাঁও এর গফুর যেমন বাঁশি বাজিয়ে নান্দাইলের আইল দিয়ে হেটে যায় আনমনে…তেমনি করে আমিও হাটবো তোমার মনের আলপথ ধরে!!ঈশ্বরগঞ্জে গিয়ে সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রাথনা জানাবো।আমি ঋষি হয়ে ঠাই বসে রইবো ধ্যানে।তুমি গৌরীপুরের গৌরীর রুপে যেন পদাপণ করো আমার মনের পূর্ণ কুটিরে।তুমি এসে বসবে আমার পাশে।হালুয়াঘাটের ঘাটে ৷
কংশ নদীর অববাহিকায় ভয় পেয়োনা…ময়মনসিংহের কোনো সিংহ তেড়ে আসবে না। যদি মন কাঁদে তবে চলে আসো সমস্ত ময়মনসিংহ। তোমায় স্বাগত জানাচ্ছে ৷

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।