বাংলাদেশ ফাইটার কারাতের ক্লাবের কুমিল্লা জেলা শাখা কুমিল্লা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র মোফাজ্জল মাহিন চৌধুরী যশোর।

১৪ নভেম্বর ২০২৪, ৩:৫০:৩৭

বাংলাদেশ ফাইটার কারাতের ক্লাবের কুমিল্লা জেলা শাখা কুমিল্লা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র মোফাজ্জল মাহিন চৌধুরী যশোর।

কুমিল্লা’র- ভয়েস সত্যের সন্ধানে সবসময়- পড়ুন- দেশ ও দেশের বাহিরের- সবাই ও বিজ্ঞাপন দিন ধন্যবাদ।

International Open karate Championship 2024 স্বন্য পদক প্রাপ্ত হওয়ার লক্ষ্যে বাংলাদেশ ফাইটার কারাতে ক্লাবের প্রধান প্রশিক্ষক মোঃ আলমগীর হোসেন আলম ও কুমিল্লা সরকারি কলেজের মাননীয় অধ্যক্ষ স্যার কর্তৃক মাহিনকে গোল্ড মেডেল পড়িয়ে দেওয়া হয় এবং কারাতে Championship সনদ প্রদর্শন করা হয় ।

ছাত্রদের ভীষণ অনুরোধে আলমগীর হোসেন আলম পুনরায় কুমিল্লা ফাইটার কারাতে ক্লাবের প্রশিক্ষণ শুরু করবেন মর্মে ঘোষণাও প্রদান করেন নতুন, পুরাতন, সব ছাত্রদেরকে আলমের 01625400078 সাথে এবং মোফাজ্জল মাহিন চৌধুরীর সাথে যোগাযোগ করার জন্য বলা হইল ।

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।