রাঙ্গামাটি সাফ নারী চ্যাম্পিয়নশিপ-২০২৪” বিজয়ী তিনজন ফুটবলারকে রাঙ্গামাটি জেলা পুলিশের সংবর্ধনা ।

২৫ নভেম্বর ২০২৪, ৭:১৪:৫৫

রাঙ্গামাটি সাফ নারী চ্যাম্পিয়নশিপ-২০২৪” বিজয়ী তিনজন ফুটবলারকে রাঙ্গামাটি জেলা পুলিশের সংবর্ধনা ।

আজ ২৩ নভেম্বর ২০২৪ খ্রিঃ রাঙ্গামাটি পার্বত্য জেলার চিং হ্লা মং মারী স্টেডিয়ামে রাঙ্গামাটি পার্বত্য জেলা প্রশাসনের উদ্যোগে এবং রাঙ্গামাটি জেলা পুলিশের সহযোগিতায় “সাফ নারী চ্যাম্পিয়নশিপ-২০২৪” বিজয়ীদের মধ্যে অন্যতম ০৩ জন খেলোয়াড় রুপনা চাকমা, ঋতুপর্ণা চাকমা এবং মনিকা চাকমা এর সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে সাফজয়ী তিন ফুটবলার রুপনা চাকমা, ঋতুপর্ণা চাকমা এবং মনিকা চাকমা’কে রাঙ্গামাটি জেলা পুলিশের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন মহোদয়। এসময় সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, স্থানীয় জনপ্রতিনিধি এবং সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন ।

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।