দালাল ছাড়াই পাসপোর্ট করা যায় এখন কিভাবে করবেন ৫৭৫০ টাকায় পাসপোর্ট।
দালাল ছাড়াই পাসপোর্ট করা যায় এখন কিভাবে করবেন ৫৭৫০ টাকায় পাসপোর্ট, আপনার কি কি কাগজপত্র লাগবে ।
১/নাগরিত্ব সনদপত্র চেয়ারম্যান অফিস থেকে নিয়ে আসবেন।
২/আপনার আইডি কার্ডের ফটোকপি।
৩/আপনার বাবা-মার আইডি কার্ডের ফটোকপি।
৪/বিদ্যুৎ বিলের ফটোকপি।
৫/কম্পিউটার দোকানে গিয়ে একটা আবেদন করে নিবেন পাসপোর্টের জন্য। কম্পিউটার ম্যানকে বললেই হবে যে আমি পাসপোর্ট এর আবেদন করব ।
আবেদন করার পর যে কাগজপত্র বাইর হবে ওই গুলো নিয়ে আসবেন। তারপর ব্যাংকে চলে যাবেন ইসলামী ব্যাংকে। ইসলামী ব্যাংকে গিয়ে বলবেন যে আমি পাসপোর্ট এর জন্য ব্যাংক ড্রাফ করবো, ৫৭৫০ টাকা নিবে। ব্যাংক ড্রাফ কমপ্লিট হওয়ার পর আপনাকে ব্যাংক থেকে একটি রিসিট দিবে আপনাকে রিসিটটা নিয়ে চলে আসবেন।
যেদিন দাঁড়ানোর সময় দিবে ওই ডেটে চলে যাবেন উপরে যে কাগজপত্রের কথা বলা হয়েছে সব কাগজপত্র নিয়ে চলে যাবে। অবশ্যই যে তথ্যগুলো দিবেন যাতে ভুল না হয় আপনার বাবা মার আইডি কার্ডের সাথে যাতে আপনার আইডি কার্ডের নামগুলো যাতে মিল থাকে আপনার কোন কিছু জানার থাকলে আমাকে নক দিবেন আমি বলে দিব সবগুলো ।
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।