সম্মানিত পুলিশ সুপার হবিগঞ্জ, জনাব আক্তার হোসেন, বিপিএম-সেবা মহোদয়ের দিকনির্দেশনায় হবিগঞ্জ জেলার অপরাধ দমন
প্রেস নোট
সম্মানিত পুলিশ সুপার হবিগঞ্জ, জনাব আক্তার হোসেন, বিপিএম-সেবা মহোদয়ের দিকনির্দেশনায় হবিগঞ্জ জেলার অপরাধ দমন, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ, হবিগঞ্জ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।
তাছাড়া জেলার সংঘটিত সংঘবদ্ধ অপরাধ, খুন, ধর্ষণ, মাদক উদ্ধার, পরোয়ানাভূক্ত সাজাপ্রাপ্ত ও চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে জেলা পুলিশ, হবিগঞ্জ সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ১৬/০২/২০২৪খ্রিঃ হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানা পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজা সহ ০২ মাদক ব্যবসায়ী এবং জিআর পরোয়ানাভূক্ত আসামী ০১ (এক) জন সহ মোট ০৩ জন আসামী গ্রেফতার করা হয়।
চুনারুঘাট থানাধীন চুনারুঘাট পৌরসভার ০৬ নং ওয়ার্ড এর চন্দনা সাকিনস্থ চুনারুঘাট টু আসামপাড়া রোডে কাউছার মিয়ার ভাঙ্গারী দোকানের সামনে পাকা রাস্তার উপর আসামী ১) আল আমিন(২৭), পিতা-মোঃ মোহর উদ্দিন, মাতা-হাফিজা বেগম ,স্থায়ী: গ্রাম— গারাজান, (তামালতলী), ০২ নং পুটিজানা ইউপি, থানা—ফুলবাড়ীয়া ২) মোঃ সাদ্দাম মিয়া (২২), পিতা-মোঃ আঃ সামাদ, মাতা-সাফিয়া খাতুন ,স্থায়ী: সাং-দাউগাঁও,০৮ নং— দাউগাঁও ইউপি,থানা- মুক্তাগাছা, উভয় জেলা-ময়মনসিংহদ্বয়কে ১০ কেজি গাজাঁ,যার মূল্য অনুমান ১,০০,০০০/- টাকা সহ আটক করা হয়।
এছাড়াও জিআর গ্রেফতারী পরোয়ানার আসামী মোঃ আক্কাছ আলী(৪২),পিতা-মৃত ইউসুফ আলী,সাং-পাট্রাশরীফ,থানা- চুনারুঘাট, জেলা-হবিগঞ্জকে তার নিজ বাড়ী হতে গ্রেফতার করা হয়।
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।