ব্রাহ্মণবাড়িয়া জেলা কুমিল্লাদ্বয়ের হেফাজত হইতে ১১ কেজি গাঁজা উদ্ধার পূর্বক উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক তালিকামূলে জব্দ করা হয়েছে ।

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানাধীন ৩১/১২/২০২৪ তারিখ সকাল ১০:৩০ মিনিটের সময় কসবা থানায় কর্মরত এসআই(নিঃ)/মোঃ ফারুক হোসেন সঙ্গীয় ফোর্সসহ ।
কসবা থানাধীন কসবা পৌরসভা তালতলা সাকিনের চৌরাস্তা মোড় বটতলার অনুমান ৩০ গজ দক্ষিণ পাশে কসবা টু সৈয়দাবাদ গামী পাকা রাস্তার ব্রীজের উপর হইতে ধৃত আসামী ১। আল আমিন (২৭), পিতা- আঃ মালেক, মাতা- আনোয়ারা প্রকাশ আনু বেগম, সাং-বালিয়াজুড়ি বাট্ট্রা, সাহেব বাড়ী ইউাপি- সাকুয়াই, থানা-হালুয়াঘাট,জেলা-ময়মনসিংহ ।
বর্তমানে নানা-ওসমান আলী, সাং-বালিয়াপাঠান পাড়া, ওয়ার্ড নং-০৫ ইউপি-বালিয়া, থানা-ফুলপুর, জেলা-ময়মনসিংহ, বর্তমান- বুট বাজার শহীদ সিদ্দিক রোড মোস্তফা মসজিদের পূর্বপাশে, থানা-গাছা, জেলা-গাজীপুর, ২। মোঃ বাশার (৩২), পিতা-আব্দুল গফুর, মাতা- শাহেরা বেগম, সাং-গঙ্গানগর রেলাইনের পশ্চিম পাশে ওয়ার্ড-০৪, ইউপি- শশীদল, থানা-ব্রাহ্মনপাড়া, জেলা-কুমিল্লাদ্বয়ের হেফাজত হইতে ১১(এগারো) কেজি গাঁজা উদ্ধার পূর্বক উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক তালিকামূলে জব্দ করা হয়েছে ।
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।