বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানে কুমিল্লার আ. লীগ নেতা কবির শিকদার গ্রেফতার।

১৮ জানুয়ারি ২০২৫, ১১:০৯:৫৬

স্টাফ রিপোর্টার:

আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫, ১২:০৪ এএম

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক কবিরুল ইসলাম শিকদারকে গ্রেফতার করেছে সেনা বাহিনী। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গতকাল শুক্রবার ভোরে সেনাবাহিনীর সদস্যরা তাকে থানায় হস্তান্তর করে।

কুমিল্লা কোতয়ালি মডেল থানার ওসি মাহিনুল ইসলাম জানান, সেনা বাহিনীর একটি দল কুমিল্লা নগরীর ৫ নম্বর ওয়ার্ডের মোগলটুলী এলাকায় কবির শিকদারের বাড়িতে অভিযান চালায়। ওই সময় কবির শিকদার বাড়িতেই ছিলেন। গতকাল বিকালে তাকে আদালতে প্রেরণ করা হয়।

কুমিল্লা সদর উপজেলা সেনা ক্যাপ-১ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, কবির শিকদার আওয়ামী লীগ অনুসারীদের পুনরায় সংগঠিত করার চেষ্টা চালাচ্ছিলেন। এছাড়া আজ শনিবার আওয়ামী লীগ ঘোষিত হরতাল সফল করতে তিনি সক্রিয় ভূমিকা নিচ্ছিলেন। তার বিরুদ্ধে চারটি মামলা রয়েছে।

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।