“চুনারুঘাট থানা পুলিশ ২০ কেজি গাঁজাসহ ০৫ জন মাদক ব্যবসায়ী ও ০১ জন সাজা পরোয়ানাভূক্ত আসামী আটক”

১৮ ফেব্রুয়ারি ২০২৪, ৮:২৫:০৯

মাননীয় পুলিশ সুপার হবিগঞ্জ জনাব আক্তার হোসেন, বিপিএম-সেবা মহোদয়ের দিক-নির্দেশনায় হবিগঞ্জ জেলার অপরাধ দমন, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ, হবিগঞ্জ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া জেলার সংঘটিত সংঘবদ্ধ অপরাধ, খুন, ধর্ষণ, পরোয়ানাভূক্ত সাজাপ্রাপ্ত ও চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে জেলা পুলিশ, হবিগঞ্জ সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় গত ১৩/০২/২০২৪খ্রিঃ তারিখ হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ২০ কেজি গাজাঁসহ ০৫ জন মাদক ব্যবসায়ী ও সিআর সাজা প্রাপ্ত আসামী ০১ (এক) জন সহ মোট ০৬ জন আসামী গ্রেফতার।

চুনারুঘাট থানা পুলিশ উক্ত থানাধীন ০১ নং গাজীপুর ইউপির অন্তর্গত পশ্চিম ডুলনা সাকিনস্থ জনৈক আবুল কালাম এর বসত বাড়ী সংলগ্ন চারা বাগানের কতিপয় মাদক ব্যবসায়ী মাদক ব্যবসার উদেশ্যে মাদক দ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করাকালে ১। মোঃ সুহেল মিয়া (২৭) পিতা-আবুল কালাম ২। মোঃ সজিব মিয়া (২৪), পিতা-আবুল কালাম ৩। আব্দুল মজিদ (২৫), পিতা-মৃত আলতা মিয়া সর্বসাং-পশ্চিম ডুলনা ৪। মোঃ আক্তার মিয়া (৩০) পিতা-আলফি মিয়া সাং-ছয়শ্রী ৫। আমিন মিয়া (২৫), পিতা-ফজু মিয়া সাং-হাপ্টারহাওর সর্ব থানা-চুনারুঘাট, জেলা-হবিগঞ্জদের-কে ২০ (বিশ) কেজি গাঁজা, যার মূল্য অনুঃ ২,০০,০০০/-টাকাসহ আটক করে।

তাছাড়াও সিআর সাজা পরোয়ানাভূক্ত আসামী মোঃ রাসেল মিয়া(২৩),পিতা-মোঃ সফর আলী, সাং-হাড়াজোড়া থানা-চুনারুঘাট, জেলা-হবিগঞ্জদ্বয়কে তাদের বাড়ি হতে আটক করে।

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।