পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ দেয়া হচ্ছে।

১৮ ফেব্রুয়ারি ২০২৪, ৮:২৮:০০

প্রিয় হবিগঞ্জবাসী আসসালামু আলাইকুম,
আপনারা অবগত আছেন যে, “চাকুরী নয়, সেবা “ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ দেয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় হবিগঞ্জ জেলা পুলিশ লাইন্সে আগামী ১৬, ১৭ ও ১৮ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ অনলাইনে নিবন্ধিত প্রার্থীদের মাঠ পর্যায়ে বিভিন্ন ধাপে বাছাই প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। মাঠ পর্যায়ে শারীরিক ভাবে উত্তীর্ণ প্রার্থীদের নিয়ে আগামী ০৬ মার্চ ২০২৪ খ্রি. তারিখ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরবর্তীতে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের ১৩ মার্চ ২০২৪খ্রি. তারিখ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। মৌখিক পরীক্ষায় কৃতকার্যদের ভেরিফিকেশন সম্পন্ন করে চূড়ান্ত নিয়োগের জন্য সুপারিশ করা হবে।

বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল #নিয়োগটি শতভাগ স্বচ্ছ, নিরপেক্ষ, মেধা ও যোগ্যতার ভিত্তিতে অনুষ্ঠিত হবে। সকল পরীক্ষায় উত্তীর্ণ ও শারীরিক ভাবে অধিকতর যোগ্য প্রার্থীদের নিয়োগ দেয়া হবে।

তাই নিয়োগ প্রত্যাশী ও তাদের পরিবারের প্রতি বিনীত অনুরোধ, নিয়োগ সংক্রান্তে কারও সাথে কোনো প্রকার যোগাযোগ ও কোনো প্রকার অবৈধ লেনদেন করে প্রতারিত হবেন না। যদি কেউ নিয়োগ সংক্রান্ত কোন প্রতারনা করে বা প্রতারিত হন তাহলে নিকটস্থ থানা অথবা পুলিশ কন্ট্রোল রুম মোবাইল নং-০১৩২০১১৯৬৯৮-তে যোগযোগ করার অনুরোধ করা হলো। যদি কারো মধ্যে এরূপ অবৈধ কার্যকলাপ পরিলক্ষিত হয় তাহলে তার নিয়োগ বাতিল পূর্বক কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।