মুন্সীগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টা’র পরিদর্শন ডিসি এসপি কার্যালয়ে মতবিনিময়।

মুন্সীগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টা’র পরিদর্শন ডিসি এসপি কার্যালয়ে মতবিনিময়।
জনস্বার্থে দুর্নীতি দমনে তথ্য প্রকাশকারী ।>- ২০-১২-২০২৪
মুন্সীগঞ্জে লেফটেন্যান্ট জেনারেল জনাব মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, এনডিসি, পিএসসি (অব), মাননীয় উপদেষ্টা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহোদয় মুন্সীগঞ্জ জেলায় আগমন করলে জেলা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন ।
পরবর্তীতে মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পুলিশ, সেনাবাহিনী, আনসার, ফায়ার সার্ভিস ও মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের কর্মকর্তাদের সমন্বয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট জেনারেল জনাব মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, এনডিসি, পিএসসি (অব:), মাননীয় উপদেষ্টা, স্বরাষ্ট্র মন্ত্রনালয়, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্যবর পুলিশ সুপার, মুন্সীগঞ্জ, জনাব মুহম্মদ শামসুল আলম সরকার মহোদয়। এসময় মাননীয় প্রধান অতিথি মুন্সীগঞ্জের জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও অন্যান্য বাহিনীর কার্যক্রম ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করে সন্তুষ্টি প্রকাশ করেন। পাশাপাশি আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন ।
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।