হবিগঞ্জ জেলার বাহুবল মডেল থানা পুলিশ কর্তৃক ডাকাতি মামলার ০৫ জন আসামী গ্রেফতার ও মালামাল উদ্ধার এবং খুন মামলার ০৩ জন আসামী গ্রেফতার।

১৮ ফেব্রুয়ারি ২০২৪, ৮:৩৭:২৭

মাননীয় রেঞ্জ ডিআইজি, সিলেট মহোদয়ের নির্দেশনায় চলমান বিশেষ অভিযানে অত্র জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব আক্তার হোসেন বিপিএম-সেবা মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে বাহুবল মডেল থানা পুলিশ উক্ত থানাধীন লস্করপুর রেল ক্রসিং এর পার্শ্ববর্তী স্থানে চেকপোস্ট পরিচালনা করে গোপন সংবাদের ভিত্তিতে বাহুবল মডেল থানার মামলা নং-৩, তারিখ-০৮/০২/২০২৪খ্রি:, ধারা-৩৯৫/৩৯৭ এর তদন্তে সন্ধিগ্ধ আসামী ১) মোঃ জাহাঙ্গীর মিয়া(২৫), পিতা-উস্তার মিয়া (পালক পিতা-জবান মিয়া), মাতা-আবেদা খাতুন , ঠিকানা: স্থায়ী: গ্রাম- কাজীহাটা (০৫নং লামাতাসী ইউপি), উপজেলা/থানা- বাহুবল, জেলা -হবিগঞ্জ, ২। মাহমুদ আলী(২৭), পিতা-আব্দুল হাই, মাতা-বেদেনা বেগম , ঠিকানা: স্থায়ী: গ্রাম- রাজসুরত (০২নং পুটিজুরী ইউপি) , উপজেলা/থানা- বাহুবল, জেলা -হবিগঞ্জ, ৩। মোঃ আল আমিন(২৫), পিতা-হানিফ উল্লা, মাতা-আম্বিয়া বেগম , ঠিকানা: স্থায়ী: গ্রাম- শ্রী কলস (০৫নং লামাতাসী ইউপি) , উপজেলা/থানা- বাহুবল, জেলা -হবিগঞ্জ ৪। মোঃ শাহিন মিয়া(২৬), পিতা-রশিদ আলী, মাতা-মোছাঃ রাবিয়া খাতুন , ঠিকানা: স্থায়ী: গ্রাম- চক হাবিজপুর (০৪নং বাহুবল সদর ইউপি) , উপজেলা/থানা- বাহুবল, জেলা -হবিগঞ্জ, বাংলাদেশ ৫। বাছির মিয়া(২৬), পিতা-আইয়ুব আলী, মাতা-মিনা খাতুন , ঠিকানা: স্থায়ী: গ্রাম- উবাহাটা (উত্তর উবাহাটা) , উপজেলা/থানা- শায়েস্তাগঞ্জ, জেলা -হবিগঞ্জদের আটক করে। এ সময় আটককৃত ডাকাতদের হেফাজত হতে ডাকাতির কাজে ব্যবহৃত একটি সিএনজি ও একটি প্রাইভেট কার এবং প্রাইভেটকারে ভিতর হতে ডাকাতির কাজে ব্যবহৃত আলামত দেশীয় অস্ত্র বাটযুক্ত ধারালো ছুরি, লোহার রড, হাতুড়ী, গ্রীলকাটার উদ্ধার করা হয়। আসামীদের জিজ্ঞাসাবাদে তারা ঘটনার দিন সহ আরো বেশ কয়েকবার ঢাকা-সিলেট হাইওয়ে রোডের বিভিন্ন স্থানে যাত্রীবাহী গাড়ি আটক করে ডাকাতি করে মর্মে তথ্য প্রদান করে।

অপরদিকে বাহুবল মডেল থানার আরেকটি টিম মামলা নং-২, তারিখ-০৭/০২/২০২৪ খ্রি:, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধনী/২০২০) এর ১১(ক)/৩০, এর এজাহারনামীয় আসামী ১। নুরুল ইসলাম নাহিদ @ শাহীন(২৪), পিতা-মোঃ মুদ্দত আলী , মাতা-মাহমুদা আক্তার, সাং-মিরের পাড়া (০২নং পুটিজুরী ইউ/পি), থানা-বাহুবল, জেলা-হবিগঞ্জ, ২। মুদ্দত আলী(৫৭), পিতা-মৃত মনছুর আলী, সাং-মিরের পাড়া (০২নং পুটিজুরী ইউ/পি), থানা-বাহুবল, জেলা-হবিগঞ্জ,৩। মোছাঃ আঁখি আক্তার (১৯), পিতা-মোঃ মুদ্দত আলী, সাং-মিরের পাড়া (০২নং পুটিজুরী ইউ/পি), থানা-বাহুবল, জেলা-হবিগঞ্জদেরকে তথ্য প্রযুক্তির সহায়তায় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা এলাকা হতে গ্রেফতার করে।

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।