কাজী নজরুল ও ভাই হাজি! কোন্ কাবা ঘর হজ করিয়া এলে, গিয়ে কি ভাই খোদায় পাওয়ার পথের দিশা পেলে?
২৯ জানুয়ারি ২০২৫, ৬:৫০:২১

কাজী নজরুল ও ভাই হাজি! কোন্ কাবা ঘর হজ করিয়া এলে, গিয়ে কি ভাই খোদায় পাওয়ার পথের দিশা পেলে?
খোদার ঘরের দিদার পেয়ে বল কেমন ক’রে ফিরে এলে দুনিয়াদারীর এই না-পাক ঘরে, কেউ বলেছে কি কোন্ কাবাতে গেলে খোদায় মেলে॥
খেলেছিলেন নবীজী যে-মক্কা মদিনায় বেহোঁশ হয়ে পড়েনি কি পৌঁছিয়া সেথায়, কেমন ক’রে ফিরে এলে সেই মদিনা ফেলে॥ এই দুনিয়ার কারবালাতে অধিক তৃষা আরো
এনেছ কি আব্হায়াতের পানি? দিতে পারো? মোর আঁধার ঘরে দিতে পারো নূরের চেরাগ জ্বেলে?
কাজী নজরুল ইসলাম ।
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।