শরীয়তপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে পালং মডেল থানার মজিদ জরিনা ফাউন্ডেশন মার্কেটে সংঘটিত ক্লুলেস ডাকাতি মামলার রহস্য উদঘাটন।

শরীয়তপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে পালং মডেল থানার মজিদ জরিনা ফাউন্ডেশন মার্কেটে সংঘটিত ক্লুলেস ডাকাতি মামলার রহস্য উদঘাটন।
প্রেস #ব্রিফিং
অদ্য ১৩/০২/২০২৫ খ্রিঃ শরীয়তপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে পালং মডেল থানার মজিদ জরিনা ফাউন্ডেশন মার্কেটে সংঘটিত ক্লুলেস ডাকাতি মামলার রহস্য উদঘাটন সম্পর্কে প্রেস ব্রিফিং করেন শরীয়তপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ নজরুল ইসলাম পিপিএম-সেবা।
গত ২৫/০১/২০২৫ খ্রি: তারিখ দিবাগত রাত অর্থাৎ ২৬ জানুয়ারি ২০২৫ খ্রি: তারিখ রাত অনুমান ০১:০০ টা হতে রাত ০৪:৩০ টার মধ্যবর্তী সময় পালং মডেল থানাধীন উত্তর পালং গ্রামস্থ মজিদ জরিনা ফাউন্ডেশন মার্কেট এর ২য় তলায় অবস্থিত ব্রিটিশ আমেরিকান টোব্যাকো লি. এর অফিসের গোডাউনে একটি দুর্ধর্ষ ডাকাতির ঘটনা সংঘটিত হয়।
পুলিশ সুপারের এর প্রত্যক্ষ নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) ও অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) নেতৃত্বে পালং মডেল থানা ও জেলা গোয়েন্দা শাখার সমন্বয়ে গঠিত যৌথ টিম ঘটনাটি তদন্ত শুরু করে এবং বিশেষ তথ্য প্রযুক্তির সহায়তায় খুলনা মেট্রোপলিটন এলাকায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডাকাত দলের ০৩ জন সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ডাকাতেরা ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করে অন্যান্য ডাকাতদের নাম ঠিকানা প্রকাশ করে। গ্রেফতারকৃত আসামিদের নিকট হতে লুণ্ঠনকৃত ১৮,৫৮,৯৬৫(আঠারো লক্ষ আটান্ন হাজার নয়শত পয়ষট্টি) টাকা, ডাকাতির কাজে ব্যবহৃত একটি ০১ (এক) টনের পিকআপ, বিভিন্ন যন্ত্রপাতি, একটি ১৫০ সিসির পালসার মোটরসাইকেল এবং বিভিন্ন ব্র্যান্ডের ৫০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
উক্ত প্রেস ব্রিফিং উপস্থিত ছিলেন জনাব মোঃ শেখ শরীফ- উজ- জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীয়তপুর, জনাব মোঃ আদিবুল ইসলাম পিপিএম- সেবা(ক্রাইম এন্ড অপস্) শরীয়তপুর, জনাব মোঃ আহসান হাবীব, অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) শরীয়তপুরসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।