ব্রাহ্মণবাড়িয়া জেলা বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ পুলিশের মাস্টার প্যারেড এবং মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত।

১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩৮:৫২

ব্রাহ্মণবাড়িয়া জেলা বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ পুলিশের মাস্টার প্যারেড এবং মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত।

তারিখ ১৬/০২/২০২৫ খ্রি. রবিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ লাইনস্ প্যারেড গ্রাউন্ডে জেলায় বিভিন্ন ইউনিটের অফিসার ফোর্সদের অংশগ্রহণে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার জনাব এহতেশামুল হক মহোদয় মাস্টার প্যারেডে অভিবাধন গ্রহণ এবং প্যারেড পরিদর্শন করেন।

প্যারেড শেষে পুলিশ সুপার মহোদয়ের সভাপতিত্ত্বে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ ইকবাল হোছাইন পি পিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব মোঃ ওবায়দুর রহমানসহ সকল সার্কেল অফিসার, সকল থানার অফিসার ইনচার্জগন ,ডি আই ও ১ ওসি ডিবি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সভায় জেলার অপরাধ নিয়ন্ত্রণে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সভার সভাপতি ব্রাহ্মণবাড়িয়া জেলার সম্মানিত পুলিশ সুপার মহোদয় বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন ও জেলা পুলিশের সকলকে তাদের নিজেদের উপর অর্পিত দায়িত্ব সুষ্ঠু ভাবে পালনের জন্য নির্দেশ প্রদান করেন এবং বিভিন্ন ক্যাটাগরিতে কৃতিত্বপূর্ণ কাজের জন্য বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যদেরকে পুরষ্কৃত করেছেন ।

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।