কেএমপি’র দৌলতপুর থানা পুলিশ কর্তৃক চাঞ্চল্যকর মামলার প্রধান আসামী সহ ০৪ (চার) জন আসামী গ্রেফতার।

১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১১:২৭:১২

খুলনা রিপোর্ট:

কেএমপি’র দৌলতপুর থানা পুলিশ কর্তৃক চাঞ্চল্যকর মামলার প্রধান আসামী সহ ০৪ (চার) জন আসামী গ্রেফতার ও দোষ স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করা হয়েছে।

সূএ তথ্য মতে জানায় – কেএমপি’র দৌলতপুর থানা’র মামলা নং-২০, তারিখ-১৭/০২/২০২৪ খ্রিঃ, ধারা-১৪৩/৩৪১/৩২৬/৩০৭/৩৪ পেনাল কোডের তদন্তকারী কর্মকর্তা তদন্ত করতে গিয়ে ঘটনার সাথে জড়িত আসামীদের সন্ধান পায়। এরপর থেকে খুলনা মেট্রোপলিটন পুলিশের দৌলতপুর থানা’র চৌকস আভিযানিক দল উক্ত থানা’ধীন বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করতে থাকে। এর – প্রেক্ষিতে গত ১৭ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিঃ রাতে দৌলতপুর থানা পুলিশের একটি চৌকস টিম বিশেষ অভিযান পরিচালনা করে দেয়ানা যশোর মোড় হতে চাঞ্চল্যকর মামলা’র এজাহারনামীয় ০২ নং আসামী – মোঃ সোহেল খন্দকার(৩১), পিতা-হান্নান খন্দকার, সাং-দেয়ানা যশোর মোড়, থানা-দৌলতপুর জেলা-খুলনা, বাংলাদেশ। উক্ত দু্ষ্কৃতকারীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামী – মোঃ সোহেল খন্দকার – এর – দেওয়া তথ্য মতে পাবলা তিন দোকানের মোড় হতে এজাহরনামীয় ০৩ নং আসামী মোঃ আলাউদ্দিন শিকদার(২৮), পিতা-মৃত: দেলোয়ার শিকদার, সাং-পাবলা তিন দোকানের মোড়, থানা-দৌলতপুর, জেলা-খুলনাকে এবং পাবলা সবুজ সংঘ মাঠ এলকা হতে এজাহারনামীয় ০৪ নং আসামী মাসুম শেখ(২৫), পিতা-মৃত: শাহ আলম শেখ, সাং-পাবলা সবুজ সংঘ মাঠের পশ্চিম পাশে, থানা-দৌলতপুর, জেলা-খুলনাকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে দেয়ানা দক্ষিণপাড়া এলাকা হতে এজাহারনামীয় ০১ নং আসামী শাহারিয়র ইসলাম পাপ্পু, পিতা-জামাল শেখ, সাং-দেয়ানা, থানা-দৌলতপুর, জেলা-খুলনাকে গ্রেফতার করা হয়েছে। অত:পর গ্রেফতারকৃত আসামীদের যথা নিয়মে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত এজাহর’নামীয় (০২, ০৩ ও ০৪) নং আসামীদের’কে ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা প্রাথমিক ভাবে মামলার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে বিধায় বিজ্ঞ আদালতে প্রেরণ করলে ফৌজদারী কার্যবিধি আইন – এর – ১৬৪ ধারা’য় স্বীকারোক্তি মূলক জবানবন্দী প্রদান করে। উক্ত মামলাটির তদন্ত কার্যক্রম অব্যাহত আছে।

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।