বসন্তের কোকিল ডাকা সকালে পুলিশের স্বাভাবিক দায়িত্ব পালনের পাশাপাশি শৃঙ্খলা রক্ষার্থে জেলা পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত হলো ইউনিটের নিয়মিত ড্রিল “মাস্টার প্যারেড”।

১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১২:১৭:১৭

বসন্তের কোকিল ডাকা সকালে পুলিশের স্বাভাবিক দায়িত্ব পালনের পাশাপাশি শৃঙ্খলা রক্ষার্থে জেলা পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত হলো ইউনিটের নিয়মিত ড্রিল “মাস্টার প্যারেড”। প্যারেডে সুসজ্জিত পুলিশ দলের সালামি গ্রহণ করেন সিলেট জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন মহোদয়। তিনি প্রতিটি অফিসার-ফোর্সের পোষাক-পরিচ্ছদ ও শৃঙ্খলার বিষয়ে গুরুত্বারোপ করেন। ভালো টার্ন আউট প্রদর্শনকারি পুলিশ সদস্যদের বিধি মোতাবেক জিএস মার্ক (গুড সার্ভিস মার্ক) প্রদান করেন। মাস্টার প্যারেড শেষে পুলিশ লাইন্সের বীর মুক্তিযোদ্ধা শহীদ এসপি এম শামসুল হক মিলানয়তনে অনুষ্ঠিত হয় জানুয়ারি ২০২৪ এর মাসিক কল্যাণ সভা।

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।