খুলনা জেলা’য় হাইওয়ে পুলিশ সেবা সপ্তাহ ২০২৪ ইং পালিত হয়েছে।
মোঃ রাশেদুল ইসলাম (ক্রাইম রিপোর্টার) – খুলনা জেলা’য় পালিত হচ্ছে – হাইওয়ে পুলিশ সেবা সপ্তাহ। এর – ধারাবাহিকতায় অদ্য রবি’বার ১৮/০২/২০২৪ ইং তারিখ – হাইওয়ে পুলিশ ইউনিট খুলনা অঞ্চল খুলনা কর্তৃক পুলিশ সেবা সপ্তাহ ২০২৪ ইং পালন উপলক্ষে সুরক্ষিত মহাসড়ক তৈরিতে কিছু উল্লেখযোগ্য কার্যক্রম পরিচালিত হয়েছে। হাইওয়ে পুলিশ ইউনিট, খুলনা অঞ্চল, খুলনা’র পুলিশ সুপার – মোঃ ইব্রাহিম খলিল এবং সহকারী পুলিশ সুপার – মোঃ নাসিম খান পিপিএম, হাইওয়ে সার্কেল যশোর বাগেরহাট – জেলা’র কাটাখালী মোড়ে মহাসড়ক – এর – আআশপাশের অবৈধ বাজার ঘাট উচ্ছেদ অভিযান ও মহাসড়ক – এর – প্বার্শে থাকা প্রতিবন্ধকতা সড়ানো কার্যক্রম পরিচালনা করে। ও – সাধারন জনগন, পরিবহন চালক ও শ্রমিকদের মহাসড়কে চলাচলে আইন মানতে – সচেতন করা’র পাশাপাশি – ফুল, চকলেট ও লিফলেট দিয়ে শুভেচ্ছা জানায়।
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।