নেত্রকোণা জেলা’য় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রমের ৩য় দিন সম্পন্ন হয়েছে।

১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১২:২৩:১৪

নেএকোনা রিপোর্ট – সূএ তথ্য মতে জানায় – ‘সেবার ব্রতে চাকরি ’ – উক্ত শ্লোগানে আজ ১৮ ফেব্রুয়ারি ২০২৪ খ্রি. তারিখে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে’য় Physical Endurance Test (PET) – এর – ১ম, ২য়, ৩য়, ৪র্থ ইভেন্টে কৃতকার্য প্রার্থী’দের সকাল ৭.০০ টা হতে নেত্রকোনা পুলিশ লাইনস্ মাঠে ৩য় দিনের কার্যক্রম Physical Endurance Test (PET) – এর – পঞ্চম ইভেন্ট (দৌড়) ছেলেদের ১৬০০ মিটার ও মেয়েদের ১০০০ মিটার, ষষ্ঠ ইভেন্ট (ড্র্যাগিং) পুরুষ প্রার্থীদের ১৫০ পাউন্ড ওজনের টায়ার টেনে ৩০ ফুট দূরত্ব এবং নারী প্রার্থীদের ১১০ পাউন্ড ওজনের টায়ার টেনে ২০ ফুট দূরত্ব, সপ্তম ইভেন্ট (রোপ ক্লাইমিং) পুরুষ প্রার্থীদের ১২ ফুট এবং নারীপ্রার্থীদের ৮ ফুট রোপ ক্লাইমিং বা দড়ি বেয়ে ওপরে উঠার পরিক্ষা সম্পন্ন হয়েছে। উক্ত পরীক্ষা’য় নেত্রকোণা জেলা’র নিয়োগ বোর্ডের সভাপতি পুলিশ সুপার – মোঃ ফয়েজ আহমেদ, বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স – এর – প্রতিনিধি, নিয়োগ বোর্ড – এর – সদস্য’গণ সহ জেলা পুলিশ – এর – ঊর্ধ্বতন কর্মকর্তা ও নিয়োগ কার্যক্রম – এর – সাথে সম্পৃক্ত পুলিশ সদস্য’গণ উপস্থিত ছিলো।

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।