অবশেষে প্রকাশ্যে মেরে ফেলার হুমকি সাংবাদিক কাজী সাইফুলের পরিবারের সবাইকে।

১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১:০৪:৩০

অবশেষে প্রকাশ্যে মেরে ফেলার হুমকি
সাংবাদিক কাজী সাইফুলের
পরিবারের সবাইকে।

মাদক ও নারী শিশু নির্যাতনের মামলার আসামি আলাউদ্দিন।

প্রাথমিক তথ্য বিবরণ

জি আর নং ৯১/২৩

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমুলি আদালত নং-১ কুমিল্লা। তারিখ ২০/১/ ২৩

কোতয়ালী থানায় অভিযোগ ১০ জনের বিরুদ্ধে।
সূত্র তত্ত্ব মতে জানা যায়
১৬ বছর যাবত প্রশাসনকে ফাঁকি দিয়ে চালিয়ে যাচ্ছে মাদক ব্যবসা অবশেষে ধরা খেলো কুমিল্লা ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ির এস আই নুর আমজাদের হাতে, আলাউদ্দিন মাদক ও নারী শিশু মামলার আসামি আলাউদ্দিন,

আলাউদ্দিনের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী তীব্র নিন্দা জানান এলাকাবাসী।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

( প্রশাসন নিরব )
কুমিল্লা রিপোর্ট।

এস আই ফারুক তদন্ত প্রক্রিয়া রয়েছেন।

বরাবর,
অফিসার ইন-চার্জ।
কোতয়ালী মডেল থানা,
কুমিল্লা।
বিষয় – অভিযোগ।
বাদী- মোঃ কাজী সাইফুল ইসলাম (৫০), পিতা মৃত- কাজী আবুল হোসেন, সাং- রাজাপুর, পোঃ রাজেন্দ্রপুর, থানা- কোতয়ালী মডেল, জেলা কুমিল্লা।

বিবাদী- ১/ মোঃ আলাউদ্দিন (৩২), পিতা মৃত- আঃ খালেক, সাং- খেতাসার, ২/ সোহেল (৩৪), পিতা- হারুন মিয়া, ৩/ ডাঃ দেলোয়ার (৫৫), পিতা- অজ্ঞাত, উভয় সাং- মদিনগর, ৪/ জুয়েল (৩৮), পিতা- অজ্ঞাত, সাং- সাতরা চম্পকনগর বীর্য মুরা পোস্টঃ হালিমা নগর, সর্ব থানা- কোতয়ালী মডেল, জেলা- কুমিল্লাসহ অজ্ঞাতনামা ৫/৬ জন।

সাক্ষী- ১/ রিনা আক্তার (৪৪), স্বামী- মোঃ কাজী সাইফুল ইসলাম, ২/ জনি পিতা মৃত- হাজী মন্তাজ মিয়া, ৩/ উজ্জ্বল (৩৭), পিতা মৃত- সেলিম মিয়া, সর্ব সাং- রাজাপুর, পোস্টঃ রাজেন্দ্রপুর, থানা- কোতয়ালী মডেল, জেলা- কুমিল্লাসহ আরো অনেকে।

ঘটনার তারিখ ও সময়- ১৪/১১/২০২৩ইং তারিখ রাত প্রায় ০৭:৩০ ঘটিকায়।

ঘটনাস্থল- কোতয়ালী মডেল থানাধীন ৩ নং দক্ষিণ দুর্গাপুর ইউপি ৮নং ওয়ার্ড খেতাসার চৌমুহনীতে।
জনাব,
যথাবিহীত সম্মান পূর্বক বিনীত নিবেদন আমি নিম্ন স্বাক্ষরকারী বাদী মোঃ কাজী সাইফুল ইসলাম থানায় হাজির হইয়া উল্লেখিত বিবাদী আলাউদ্দিন, সোহেল, ডাঃ দেলোয়ার, জুয়েল এবং বিবাদীদের সঙ্গীয় অজ্ঞাতনামা বিবাদীদের বিরুদ্ধে অভিযোগ করিতেছি যে, আমার সহিত উল্লেখিত বিবাদী মোঃ আলাউদ্দিন বিগত প্রায় ৫/৬ বছর একই সাথে চলাফেরা করিত। বিবাদী মাদক ব্যবসা করে এবং বিবাদীর স্বভাব- চরিত্র ভাল না বিধায়, বিবাদীর সহিত আমি চলাচল বন্ধ করিয়া দেই। এরই জের ধরে বিগত অনেক দিন পূর্ব থেকে এবং সর্ব শেষ অত্র অভিযোগের ঘটনার তারিখ ও সময়ে পূর্ব শত্রুতা মূলে বিবাদী মোঃ আলাউদ্দিন এবং অপরাপর বিবাদীগণ এবং বিবাদীদের সঙ্গীয় অজ্ঞাতনামা বিবাদীগন বেআইনী জনতাবদ্ধে ঘটনাস্থলে আমার চালিত মোটর সাইকেল যাহার রেজিঃ নং কুমিল্লা- ল -১৩ -০৬১৪, গতি পথ রোধ করত: আমাকে অকথ্য ভাষায় গাল মন্দ বলিয়া আমাকে মারপিট করিতে আক্রমণ করে। আমি বিবাদীদের সহিত মৌখিকভাবে প্রতিবাদ করিলে আমি রাস্তা-ঘাটে চলাচলের সময় একা-নির্জনে সময় সুযোগ মত বিবাদীগণ আমাকে এবং আমার পরিবারের লোকজনদেরকে মারপিট করিয়া খুন-জখম করিবে মর্মে প্রকাশ্যে হুমকিসহ ভয়-ভীতি প্রদর্শন করিয়া চলিয়া যায়। বিবাদীগণ খুবই খারাপ এবং উশৃংখল লোক বিধায় স্থানীয় লোকজন বিবাদীদের বিচার সালিশ করিতে রাজী হয় না।
অতএব, উপরোক্ত বিষয়ের আলোকে আইনানুগত ব্যবস্থা গ্রহণে জনাবের সদয় মর্জি হই।

নিবেদক
(মোঃ কাজী সাইফুল ইসলাম)

(ব্রেকিং নিউজ।)
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

কুমিল্লা’র রিপোর্ট সূত্র তত্ত্বমতে জানা যায়।

চার চারটি বিয়ে করেছে এরই মধ্যে জানা গেল তিনটি বউ ছেড়ে দিয়েছে মাদক ও নারী শিশু মামলার আসামি মোঃ আলাউদ্দিন।

পিতা মৃত আব্দুল খালেক গ্রাম খেতাসার পোস্ট হালিমা নগর ৩ নং দক্ষিণ দুর্গাপুর ইউনিয়ন ৮ নং ওয়ার্ড থানা কোতয়ালী আদর্শ সদর কুমিল্লা।

প্রথম স্ত্রী গ্রাম কুমিল্লা কালিবাজার রিস্কার ড্রাইভার এর মেয়ে থানা কোতয়ালী সদর কুমিল্লা।

দ্বিতীয় স্ত্রী গ্রাম ইলেটগঞ্জ বাস খোলা ইটালিভারির মেয়ের বড় বোনের সাথে অবৈধ সম্পর্কে হাতেনাতে ধরা খেলে ওই শ্বশুর বাড়ির গণ্যমান্য ব্যক্তিরা আলাউদ্দিনকে পিটিয়ে বের করে দেয় যার কারণ তার স্বভাব চরিত্র মোটেও ভালো না থানা দাউদকান্দি জেলা কুমিল্লা।

তৃতীয় স্ত্রীর একটি মেয়ে বাচ্চা রয়েছে আনুমান দুই বৎসর বয়স গ্রাম চান্দিনা থানা চান্দিনা মসজিদের ইমাম সাহেবের মেয়ে জেলা কুমিল্লা।

আলাউদ্দিনের অত্যাচারে

চতুর্থ স্ত্রী শেফালী আক্তার মালার একটা মেয়ে বাচ্চা রয়েছে আনুমানিক ১৮ মাস বয়সের মেয়ে বাচ্চাটা সহ তালাক দিয়ে ফেলেছে শেফালী আক্তার মালাকে আলাউদ্দিন

চতুর্থ স্ত্রী শেফালী আক্তার মালা দিলো নারী ও শিশু নির্যাতনের মামলা গ্রাম লালমাই দুটি আপুর থানা লালমাই জেলা কুমিল্লা।

আমাদের মা-বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা সবাই সতর্ক থাকবেন মাদক ও নারী শিশু মামলার আসামি মোঃ আলাউদ্দিনের কাছ থেকে দূরে থাকেন।

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।