কুমিল্লা বুড়িচংয়ে নৌকার পক্ষে বিরিয়ানি খাওয়ানোর অপরাধে জরিমানা।

২৭ ডিসেম্বর ২০২৩, ১০:৩০:৩৪

বুড়িচং প্রতিনিধি:

সোমবার(১৮ ডিসেম্বর)কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমুল ইউনিয়ন সন্ধ্যায় ৭:৩০ টার দিকে বুড়িচং উপজেলার বাকসীমুল ইউনিয়নের আজ্ঞাপুর সাবেক ইউপি চেয়ারম্যান শামসুল হকের বাড়িতে নৌকার প্রার্থী এড. আবুল হাশেম খান এর পক্ষে খিচুড়ি রান্না করে ভোটারদের খাওয়ানোর অপরাধে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর ১০(চ) বিধি ভঙ্গে ১৮(১) বিধি মোতাবেক প্রার্থীর পক্ষে মো:শাহাদাত হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে ১৫,০০০/ (পনের হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ছামিউল ইসলাম। জব্দকৃত খিচুড়ি বিভিন্ন এতিমখানায় দেওয়া হয়েছে।একাজে বুড়িচং থানার পুলিশ সহযোগিতা করেন। মোঃ ছামিউল ইসলাম বলেন নির্বাচনী প্রচারণায় আচরণ বিধিমালা লঙ্ঘন হলে যেকোনো প্রার্থীকে ভ্রাম্যমাণ আদালতে জরিমান করা হবে।

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।