কেএমপি’র মাদক বিরোধী অভিযানে ২১০ পিস ইয়াবা ট্যাবলেট, ২০০ গ্রাম গাঁজা এবং ০৫ গ্রাম হেরোইনসহ ০৮ (আট) জন মাদক কারবারি গ্রেফতার।
গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক কারবারি ১) মোঃ সোহাগ খাঁ(৩৫), পিতা-মৃত: জাফর খাঁ, সাং-মিল্কি দেয়ারা, থানা-রূপসা, জেলা-খুলনা;
২) হাফিজুর রহমান(২৫), পিতা-এনায়েত শেখ, সাং-বড় আন্ধার মানিক, থানা-কচুয়া, জেলা-বাগেরহাট; ৩) মোঃ লেলিন শেখ(৩৫), পিতা-শাহ জাহান শেখ,সাং
-ইসলামপাড়া চুমকি সড়ক, থানা-লবণচরা; ৪) মোঃ শুকুর উদ্দিন বিল্লাহ(৩২), পিতা-মোঃ মোজাফ্ফার গাজী, সাং-ইসলামপাড়া চুমকি সড়ক, থানা-লবণচরা; ৫) মোঃ মিলন শেখ(২৭), পিতা- ইস্রাফিল শেখ,
সাং-আড়ংঘাটা উত্তর পাড়া, থানা-আড়ংঘাটা; ৬) আরফান আহম্মেদ রনি(২৭), পিতা-মোঃ শাহ আলম তালুকদার, সাং-নিজ খামার, থানা-লবণচরা; ৭) মোঃ পারভেজ হোসেন(২৫), পিতা-আফজাল হোসেন।
মনির, থানা-লবণচরা এবং ৯) মোঃ আমিন শেখ(৩৯), পিতা-মৃত: আব্দুল মজিদ শেখ, সাং-রেলওয়ে হাসপাতাল রোডস্থ, থানা-খুলনা, খুলনা মহানগরীদের’কে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে।
উপরোক্ত মাদক কারবারিদের নিকট হতে ২১০ পিস ইয়াবা ট্যাবলেট, ২০০ গ্রাম গাঁজা এবং ০৫ গ্রাম হেরোইন আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে।
এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০৭ টি মাদক মামলা রুজু করা হয়েছে।
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।