বর্তমানে আমাদের হেলিকপ্টারে ৫ থেকে ১০ হাজার টাকার অফারের মধ্যে রয়েছে: ৭ মার্চ শরিয়তপুর টু ঢাকা ৫ হাজার টাকা।
বর্তমানে আমাদের হেলিকপ্টারে ৫ থেকে ১০ হাজার টাকার অফারের মধ্যে রয়েছে:
৭ মার্চ শরিয়তপুর টু ঢাকা ৫ হাজার টাকা।
৮ মার্চ ঢাকা টু ফরিদপুরের সদরপুর – ৬ হাজার টাকা।
৮ মার্চ সদরপুর টু ঢাকা ৫ হাজার টাকা।
৩০ মার্চ কুমিল্লা গৌরীপুর টু ঢাকা ৫ হাজার টাকা।
৩১ মার্চ কুমিল্লা নাঙ্গলকোট টু ঢাকা ৫ হাজার টাকা।
১ এপ্রিল ঢাকা টু মাগুরা ১০ হাজার টাকা।
৬ এপ্রিল রাজবাড়ী টু ঢাকা ৫ হাজার টাকা
নোট।
অফারের ভাড়া নির্ধারিত রুটের নির্ধারিত তারিখের জন্য প্রযোজ্য।
ভাড়া জনপ্রতি।
দুই বছরের অধিক বয়সীদের টিকিট প্রযোজ্য।শুধুমাত্র আগ্রহীদের যোগাযোগ করতে অনুরোধ করা হলো।
বুকিং করতে কল অথবা হোয়াটসঅ্যাপ করুন নিম্নের নাম্বারে।
8801849-920409
8801797-577533
প্রবাসীর হেলিকপ্টারের সম্মানিত যাত্রীগন। আমরা অত্যন্ত সুনাম এবং সম্মানের সাথে আপনাদের সেবা দেয়ার চেষ্টা করছি। হেলিকপ্টার ভ্রমনে- অফার এবং রেট নিয়ে অনেকেই বিভ্রান্তিতে পড়েন। আপনাদের জন্য বলছি, জনপ্রতি সর্বনিম্ন ৫ হাজার টাকায় আমরা হেলিকপ্টার ভ্রমনের ব্যবস্থা রেখেছি।
সেটি অবশ্যই আমাদের পোস্ট করা অফারে যে গন্তব্য, দিন, তারিখ সময় উল্লেখ থাকে- তার সাথে আপনার মিলতে হবে।
এছাড়া আমাদের অন্যান্য অফারগুলোতেও আমাদের দেয়া গন্তব্য, ফ্লাইং এরিয়া, দূরত্ব প্রযোজ্য।
যারা রিজার্ভ নিয়ে গন্তব্যে যান তাদের জন্য, হেলিকপ্টার এভেইলেবল থাকা, দূরত্ব, সময়, দিন, তারিখ, আবহাওয়া এবং কয় সিটের কপ্টার নিচ্ছেন ইত্যাদি হিসেব করে রেট দেয়া হয়।
সুতরাং একটি অফারের সাথে আরেকটি গুলিয়ে ফেললে… আপনিও বিভ্রান্ত হবে।
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।