কেএমপি’র হরিণটানা থানা পুলিশের অভিযানে ০৪ (চার) টি চোরাই ইজিবাইকের বিভিন্ন অংশ উদ্ধার পূর্বক চোর চক্রের সক্রিয় ০১ (এক) জন সদস্য গ্রেফতার।
কেএমপি’র হরিণটানা থানা পুলিশের অভিযানে ০৪ (চার) টি চোরাই ইজিবাইকের বিভিন্ন অংশ উদ্ধার পূর্বক চোর চক্রের সক্রিয় ০১ (এক) জন সদস্য গ্রেফতার।
KMP HQ MEDIA CELL [23 FEBUARY 2024]
কেএমপি’র হরিণটানা থানার মামলা নং-০২, তারিখ-০২/০৯/২০২৩ খ্রিঃ, ধারা-৪০৮/৩৪ পেনাল কোডের প্রেক্ষিতে হরিণটানা থানা পুলিশের একটি চৌকস টিম কর্তৃক গত ২২/০২/২০২৪ খ্রিঃ যশোর জেলার অভয়নগর থানাধীন সিদ্ধিপাশা এলাকায় অভিযান পরিচালনা করে ইজিবাইক চোর চক্রের সক্রিয় সদস্য ১) মোঃ সেলিম গাজী(৪২), পিতা-মৃত: আলম গাজী, সাং-সিদ্ধিপাশা, থানা-অভয়নগর, জেলা-যশোরকে গ্রেফতার করে। পরবর্তীতে ইজিবাইক চোর চক্রের সক্রিয় সদস্যকে জিজ্ঞাসাবাদ করলে চোরাই ইজিবাইক সংক্রান্তে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেন। উক্ত তথ্যর ভিত্তিতে হরিণটানা থানা পুলিশের একটি চৌকস টিম খুলনা জেলার বটিয়াঘাটা থানাধীন সুবাহাননগর গ্রামে বটিয়াঘাটা থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করে সুবাহাননগর গ্রামে পলাতক রাজু(৩২), পিতা-সেকেন্দার শিকদার, সাং-সুবাহানবাগ, থানা-বটিয়াঘাটা, জেলা-খুলনা এর বসত বাড়ির ভিতরে হইতে ০৪ (চার) টি চোরাই ইজিবাইক বিভিন্ন অংশ বিশেষ উদ্ধার করা হয়েছে। উল্লেখ্য, উক্ত পলাতক রাজু(৩২) কে গ্রেফতারের জন্য অভিযান এবং মামলা তদন্ত কার্যক্রম অব্যহত রয়েছে।
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।