কাস্ট-ইন শিটু পাইল নিয়ে বিস্তারিত কিছু আলোচনা কাজ শিখুন টাইমলাইনে রাখুন।

২৭ ফেব্রুয়ারি ২০২৪, ৪:১৯:৩৯

কাস্ট-ইন শিটু পাইল নিয়ে বিস্তারিত কিছু আলোচনা কাজ শিখুন টাইমলাইনে রাখুন।

১/ প্রথমে পাইলের জন্য পর্যাপ্ত মালামাল সাইটে আছে কি না তা দেখতে হবে।
২/ যারা পাইল করবে তাদের জনবল এবং যন্ত্রপাতি ঠিক মতো আছে কি না তা দেখতে হবে ।
৩/ তার পরে কলামের সেন্টার লাইন থেকে মাপ নিয়ে পাইলের পয়েন্ট দিতে হবে।

৪/ এবং পাইল পয়েন্টে ১০মিমি ১’ রডের টুকরা পুঁতে দিয়ে টা ঢালাই করে দিতে হবে।
৫/ তার পরে বোরিং এর সময় চিজেল টা কে তাদের যে তেপায়া টা আছে। ওটায় সেট করতে হবে।

এবং ওই তিন পায়ার সব গুলো পায়ার নিছে কাঠ বা বালির বস্তা দিয়ে সঠিক ভাবে বসাতে হবে যাতে এটি নড়ে না যায় এটি নড়ে গেলে বোরিং ঠিক হবে না।

৬/ চিজেলের মাথা পাইলের জন্য পুঁতে দেওয়া রডের সেন্টারে এনে চিজেলের মাথায় পানি দিতে হবে যদি পানি গুলো রডের মাথায় ঠিক ভাবে পড়ে তা হলে বুঝতে হবে চিজেল সঠিক অবস্থানে আছে।

তবে এই ক্ষেত্রে চিজেলের মাথা টা ভালো করে দেখতে হবে যাতে এটাতে কোন বাকা না থাকে। যদি বাকা থাকে তা হলে সমস্যা হবে। বোরিং ঠিক মতো হবে না।

তারপর পাইলের ডায়গোনাল চেক দিতে হবে। এরপর ১.৫ মিটার পর্যন্ত আনকেস্ড অবস্থায় বোরিং করা হয় তার পর কেসিং প্রবেশ করানো হয়।
৭/ বোরিং কাজ শেষ হলে মিনিমাম ৩০ মিনিট পাইল ওয়াশ দিতে হবে তবে যতক্ষন পরিষ্কার পানি না বের হয় ততক্ষণ ওয়াশ দিতে হবে ।

৮/ প্রয়োজন বেঁধে পাইল ওয়াশ দেওয়ার সময় পানির সাথে বেন্টনাইট কেমিক্যাল ব্যবহার করা যেতে পারে । এতে ওয়াশের সময় পাইলের পাশ্ব হতে মাটি ভেঙ্গে পড়বে না।

৯/বোরিং কত টুকু হয়েছে তা নিশ্চিত হওয়ার জন্য আপনাকে তারা যখন তাদের বোরিং যন্ত্রপাতি সাইটে আনবে তখন সেই গুলো মাপ দিয়ে নিতে হবে।

১০/ পাইলের খাঁচা বাধার সময় দেখেতে হবে spiral রড গুলোর ওয়েল্ডিং ঠিক ভাবে করেছে কি না৷এটা পরিক্ষার জন্য একটা হাতুড়ি দিয়ে জয়েন্ট গুলোতে আঘাত করলে যদি জয়েন্ট ছুটে যায় তা হলে আবার ওয়েল্ডিং করিয়ে নিতে হবে। যদি ডিজাইনে একটা স্পাইরাল ওয়েল্ডিং আরেকটা বুনন তার দিয়ে বাঁধাই করতে বলে, তাহলে ডিজাইন মতে কাজ করতে হবে।

১১/ স্পাইরাল রড গুলো ল্যাপিং যেই খানে হবে ওখানে যাতে মিনিমাম দুইটা মেইন রড এর শেষে ল্যাপিং যেনো শেষ হয়। এবং লেপিং করা পুরো জায়গায় ওয়েল্ডিং করিয়ে নিতে হবে।
১২/ পাইলের স্পাইরাল টাই বাঁধার সময় মেইন রড গুলো কে সোজা রেখে বাঁধাই করতে হবে না হলে ওয়েলডিং এর পর পাইলের খাঁচা মোচড় অবস্থা হয়।

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।