অমর একুশে গ্রন্থমেলা ২০২৪ এর শুভ উদ্বোধন।

অমর একুশে গ্রন্থমেলা ২০২৪ এর শুভ উদ্বোধন।
২১ শে ফেব্রুয়ারী, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৮ ই ফালগুন, ১৪৩০ বঙ্গাব্দ। আজ বুধবার জেলা প্রশাসনের আয়োজনে।
অম্বিকা ময়দানে শুরু হলো অমর একুশে গ্রন্থমেলা ২০২৪। জনাব দীপ জন মিত্র, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ফরিদপুরের সঞ্চালনায় জনাব আব্দুল কাদের আজাদ, মাননীয় সংসদ সদস্য, ফরিদপুর-৩
মহোদয় উক্ত গ্রন্থমেলার শুভ উদ্বোধন করেন। এই উদ্বোধন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব মো: কামরুল আহসান তালুকদার, পিএএ, জেলা প্রশাসক, ফরিদপুর এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ ইমদাদ হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অর্থ, ফরিদপুর (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত)। এরপর আলোচনা সভা, পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেলায় আগত অতিথিগণ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জনাব ফাইজ মিয়া, বিশিষ্ট শিক্ষাবীদ জনাব মোঃ শাহজাহান, মোঃ ইয়াছিন কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), ফরিদপুর, জনাব মোঃ আব্দুর রাজ্জাক, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, ফরিদপুর সদর, ফরিদপুরসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং মেলায় আগত দর্শনার্থীগণ।
[মিডিয়া এন্ড পিআর, জেলা পুলিশ, ফরিদপুর।
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।