জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক ৫৪(চুয়ান্ন) কেজি গাঁজা সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে – কুুমিল্লা জেলা’য়।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক ৫৪(চুয়ান্ন) কেজি গাঁজা সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে – কুুমিল্লা জেলা’য়।
কুমিলা রিপোর্ট – সূএ তথ্য মতে জানায় – গত ১৯/০২/২০২৪খ্রিঃ তারিখ বেলা ১৫:২৫ ঘটিকা’য় জেলা গোয়েন্দা শাখা, কুমিল্লা’র একটি টিম কুমিল্লা জেলা’য় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুমিল্লা চৌদ্দগ্রাম থানা’ধীন কৃষ্ণপুর মধ্য পাড়া সাকিন’স্থ মৃত লুতু মিয়ার বাড়িতে আসামী মোঃ জাহাঙ্গীর হোসেন (৪০) – এর – পিতা আবুল হাসেম – এর – বসত ঘরের ভিতরে হতে ৫৪(চুয়ান্ন) কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী – মোঃ জাহাঙ্গীর হোসেন (৪০), পিতা-আবুল হাসেম, মাতা-অজুফা খাতুন, গ্রাম-কৃষ্ণপুর (মধ্য পাড়া-মৃত লুতু মিয়ার বাড়ী), থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা, বাংলাদেশ। উক্ত দু্ষ্কৃতকারীকে গ্রেফতার করা হয়েছে। উক্ত ঘটনায় কুমিল্লা’র চৌদ্দগ্রাম থানা’র মামলা নং- ৩০, তারিখ-১৯/০২/২৪খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) – এর – টেবিল ১৯(গ) তে মামলা রুজু করা হয়েছে।
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।