ঢাকার পুর্বাচলে বাংলাদেশ- চায়না এক্সিবিশন সেন্টারে ২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৪।

২৭ ফেব্রুয়ারি ২০২৪, ৯:২৮:৪৬

২১ জানুয়ারি-২০ ফেব্রুয়ারি ২০২৪ ঢাকার পুর্বাচলে বাংলাদেশ- চায়না এক্সিবিশন সেন্টারে ২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৪,

এ,এসএমই ফাউন্ডেশনের সহায়তায় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অংশগ্রহণ। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এমপি। মেলায় এসএমই ফাউন্ডেশনের স্টলে পাটজাত, চামড়াজাত, হস্ত শিল্প, ফ্যাশন, প্রসেসড ফুড এবং ইন্টেরিয়র ডেকোরেশনের ১১জন এসএমই উদ্যোক্তা অংশগ্রহণ করেন।

২০,ফেব্রুয়ারি ২০২৪ মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য প্রতিমন্ত্রী জনাব আহসানুল ইসলাম টিটু এমপি।

মেলায় প্রিমিয়াম স্টল ক্যাটেগরিতে এসএমই ফাউন্ডেশন ২য় পুরস্কার অর্জন করে। এসএমই ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক জনাব মো. নাজিম হাসান
সাত্তার ফাউন্ডেশনের পক্ষে পুরস্কার গ্রহণ করেন।

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।