আল্লাহর প্রতি বিশ্বাস ও তাঁর নির্দেশনা পালন মানুষকে দুশ্চিন্তামুক্ত রাখে।
আল্লাহর প্রতি বিশ্বাস ও তাঁর নির্দেশনা পালন মানুষকে দুশ্চিন্তামুক্ত রাখে। কারণ বিশ্বাস ইহকাল ও পরকালীন মুক্তির মূল ভিত্তি। মানুষকে সৃষ্টি করা হয়েছে আখেরাতের জন্য, দুনিয়ার জন্য নয়। যারা আল্লাহকে বিশ্বাস করে না আল্লাহ তাদের জন্য বেদনাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছেন। কবর হলো আখিরাত জীবনের প্রথম মনজিল। দুনিয়ার নেয়ামত অল্প এবং আখেরাতের নেয়ামত অফুরন্ত। এই জীবনের মাধুর্য পাওয়া যায় আল্লাহকে স্মরণে; আখেরাতের মাধুর্য পাওয়া যায় তাকে দর্শনে। নামাজ পড়েন, রোজা রাখেন, কালেমা পড়েন, আখেরের কাজ করে নেন সময় যে আর নাই। যে ব্যক্তি আল্লাহ ও আখেরাতের উপর ঈমান রাখে, সে যেন উত্তম কথা বলে; নইলে চুপ থাকে। দুনিয়ার প্রেমে আল্লাহকে পাওয়া যায় না, কিন্তু আল্লাহর প্রেমে দুনিয়া ও আখেরাত উভয়ই পাওয়া যায়।
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।