কেএমপি’র পুলিশ কমিশনার কর্তৃক খুলনা জেলা প্রশাসকের কার্যালয় চত্তরে স্থাপিত বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্জ্বলন।

২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১০:০৩:৪৩

কেএমপি’র পুলিশ কমিশনার কর্তৃক খুলনা জেলা প্রশাসকের কার্যালয় চত্তরে স্থাপিত বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্জ্বলন।

আজ ২০ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিঃ, ০৭ ফাল্গুন ১৪৩০ বঙ্গাব্দ, মঙ্গলবার সন্ধ্যা ০৬:৪৫ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয়, খুলনায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মোমবাতি জ্বালিয়ে সকল শহীদদের স্মরণ করা হয়েছে।

অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২০ শে ফেব্রুয়ারি সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে মোমবাতি জ্বালিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান, জাতীয় চার নেতা সহ ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় খুলনার বিভাগীয় কমিশনার জনাব মোঃ হেলাল মাহমুদ শরীফ; কেএমপি’র পুলিশ কমিশনার জনাব মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম-সেবা; খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) জনাব মোঃ নিজামুল হক মোল্যা; খুলনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব খন্দকার ইয়াসির আরেফীন এবং খুলনা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাঈদুর রহমান, পিপিএম-সেবা-সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।