সমগ্র হবিগঞ্জ জেলায় রেজিষ্ট্রেশন বিহীন ও হেলমেটবিহীন মোটর সাইকেলের উপর বিশেষ অভিযান।

২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১১:২১:৩৯

সমগ্র হবিগঞ্জ জেলায় রেজিষ্ট্রেশন বিহীন ও হেলমেটবিহীন মোটর সাইকেলের উপর বিশেষ অভিযান।

২০ ফেব্রুয়ারি ২০২৪খ্রি. সম্মানিত পুলিশ সুপার জনাব আক্তার হোসেন বিপিএম-সেবা মহোদয়ের নির্দেশে হবিগঞ্জ জেলার সকল থানায় ট্রাফিক ও থানা পুলিশের সহায়তায় কাগজপত্র বিহীন ও হেলমেটবিহীন মোটর সাইকেলের উপর বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে ০৮ (আট)টি মোটরসাইকেল এর কাগজপত্র সঠিক না থাকায় মামলা দেওয়া হয়েছে সংশ্লিষ্ট কাগজপত্র অভিযানের সময় প্রদর্শন করতে না পারায় ৩০টি মোটরসাইকেল আটক করা হয়েছে এবং হবিগঞ্জ সদর পৌরসভায় ০৭ (সাত) টি মোটরসাইকেল চালকের হেলমেট পরিহিত না থাকায় হেলমেট সংগ্রহ করতঃ ছেড়ে দেওয়া হয়েছে।

ভবিষ্যতে রেজিষ্ট্রেশন বিহীন ও হেলমেট বিহীন মোটর সাইকেল অথবা যে কোন যানবাহন চালানো হতে বিরত থাকতে প্রিয় হবিগঞ্জবাসীকে পুলিশ সুপার, হবিগঞ্জ মহোদয় বিনীতভাবে অনুরোধ জানান।

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।