বঙ্গবন্ধুর ম্যুরাল ও মুজিব মঞ্চ উদ্বোধন এবং জসিম পল্লী মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত।
বঙ্গবন্ধুর ম্যুরাল ও মুজিব মঞ্চ উদ্বোধন এবং জসিম পল্লী মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত।
[২০ ফেব্রিয়ারি, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই ফাল্গুন, ১৪৩০ বঙ্গাব্দ]
আজ মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়, ফরিদপুর প্রাঙ্গণে নির্মিত ববঙ্গবন্ধুর ম্যুরাল ‘পিতা’ এবং ‘মুজিব মঞ্চ’ এর শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মো: আব্দুর রহমান এমপি মহোদয় ফরিদপুর জেলায় এসে পৌঁছালে তাঁকে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান জনাব মোহাম্মদ মোর্শেদ আলম, পিপিএম, পুলিশ সুপার, ফরিদপুর। এরপরে তাঁকে জেলা পুলিশের পক্ষ থেকে হাউজ গার্ড সালামি প্রদান করা হয়।
পরবর্তীতে মাননীয় মন্ত্রী মহোদয় জেলা প্রশাসকের কার্যালয়, ফরিদপুর প্রাঙ্গণে নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরাল ‘পিতা’ এবং ‘মুজিব মঞ্চ’ এর শুভ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন জনাব আব্দুল কাদের আজাদ, মাননীয় সংসদ সদস্য ফরিদপুর-৩ আসন।
উদ্বোধন শেষে মন্ত্রী মহোদয় জসীম পল্লী মেলা-২০২৪ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব মো: কামরুল আহসান তালুকদার, পিএএ, জেলা প্রশাসক, ফরিদপুর।
এসময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিল জনাব শামীম হক, সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, ফরিদপুর জেলা শাখা, জনাব মো: সালাউদ্দিন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, ফরিদপুর, জনাব জনাব শাহ মো: ইশতিয়াক আরিফ, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, ফরিদপুর জেলা শাখা, জনাব মো: আব্দুর রাজ্জাক মোল্লা, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, ফরিদপুর সদর, ফরিদপুরসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, মেলা আয়োজক কমিটির সদস্যগণ ও মেলায় আগত দর্শনার্থীগণ।
[মিডিয়া এন্ড পিআর, জেলা পুলিশ, ফরিদপুর]
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।