চুনারুঘাট থানা পুলিশ কর্তৃক ব্যাটারিসহ চোরাই টমটম গাড়ী উদ্ধার, আটক-২. ও বানিয়াচং থানা পুলিশ কর্তৃক হত্যা মামলার ০১জন আসামী গ্রেফতার।
চুনারুঘাট থানা পুলিশ কর্তৃক ব্যাটারিসহ চোরাই টমটম গাড়ী উদ্ধার, আটক-২. ও বানিয়াচং থানা পুলিশ কর্তৃক হত্যা মামলার ০১জন আসামী গ্রেফতার।
অত্র হবিগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব আক্তার হোসেন বিপিএম-সেবা মহোদয়ের নেতৃত্বে হবিগঞ্জ জেলার অপরাধ দমন, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ, হবিগঞ্জ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া জেলার সংঘটিত সংঘবদ্ধ অপরাধ, খুন, ধর্ষণ, মাদক উদ্ধার, পরোয়ানাভূক্ত সাজাপ্রাপ্ত ও চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে জেলা পুলিশ, হবিগঞ্জ সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছে।
জেলার চুনারুঘাট থানার মামলা নং-১৩(১২)২৪, ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড এর চোরাই যাওয়া টমটম গাড়ী দ্রুত উদ্ধারের লক্ষ্যে মান্যবর পুলিশ সুপার জনাব আক্তার হোসেন বিপিএম-সেবা মহোদয় চুনারুঘাট থানা পুলিশকে নির্দেশ প্রদান করেন। এরই ধারাবাহিকতায় ১৯/০২/২৪ খ্রিঃ রাত ১০.৩০ঘটিকার সময় অফিসার ইনচার্জ এর নেতৃত্বে টিম চুনারুঘাট গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে আসামি ১) নিলয় মিয়া @ নিলন(২৫), পিতা-বাচ্চু মিয়া, গ্রাম- গাজিগঞ্জ ,থানা- চুনারুঘাট, জেলা –হবিগঞ্জ-কে শায়েস্তাগঞ্জ ড্রাইভার বাজার থেকে আটক করে। পরবর্তীতে আসামি নিলয় এর দেওয়া তথ্য মতে চোরাই যাওয়া টমটম গাড়িটি (ব্যাটারীসহ) ১৯/০২/২৪ খ্রিঃ দিবাগত রাত ১২.২৫ ঘটিকার সময় হবিগঞ্জ সদর থানার ২নং গোপায়া ইউনিয়নের অন্তর্গত বড় বহুলা গ্রামের আরব আলী(৪০), পিতা-মৃত ইছাক আলী এর গ্যারেজ থেকে উদ্ধার করা হয়। এ আরব আলী-কে আটক করে চুনারুঘাট থানা পুলিশ।
বানিয়াচং থানায় গত ১৭/০২/২০২৪খ্রি. তারিখ ভিকটিম নজরুল মিয়া (৩৫), পিতা-মৃত মোঃ আব্দুল মুনাফ মিয়া, সাং- কদমতারা, ৫নং শিবপাশা ইউপি, থানা-বানিয়াচং, জেলা-হবিগঞ্জ হত্যা মামলা রুজু হলে সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে বানিয়াচং থানা পুলিশ ব্রাহ্মনবাড়িয়া জেলাধীন আখাউড়া থানা এলাকা হতে ১৮/০২/২০২৪খ্রি. তারিখ ভোর অনুমান ০৪:৩-০ ঘটিকার সময় গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে, আসামী নিজে উক্ত হত্যার ঘটনাটি ঘটিয়েছে মর্মে স্বীকার করে এবং আসামীর দেখানো মতে হত্যা ব্যবহৃত কাঠের বর্গা আসামীর নিজ বসত বাড়ীর গোয়ালঘরের পিছেন হতে উপস্থিত সাক্ষীদের সম্মূখে জব্দ করা হয়।
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।