যশোর জেলা’য় মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।
যশোর জেলা’য় মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।
প্রিন্স রাজীব রন্জন বিশ্বাস (ক্রাইম রিপোর্টার) – গত’কাল সোম’বার ১৯/০২/২০২৪ ইং তারিখে বিকাল ৪:০০ ঘটিকা’র দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, যশোর – এর – উপপরিচালক – মোঃ আসলাম হোসেন – এর – সার্বিক তত্ত্ববধায়নে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর ‘ক’ সার্কেল – এর – একটি রেইডিং টিম অভিযান পরিচালনা করে যশোর জেলা’র কোতয়ালী মডেল থানা’ধীন যশোর পৌরসভার ০১নং ওয়ার্ড – এর – পূর্ব বারান্দীপাড়া কাঠালতলা বউ বাজার এলাকা হতে মোছাঃ ফুলজান বেগম (৬০), স্বামীঃ মোঃ আব্দুল গফুর, পিতাঃ মৃত জব্বার মোল্লা, মাতাঃ মৃত হাজেরা বিবি, সাং-পূর্ব বারান্দীপাড়া ০২নং কলোনী কাঠালতলা, ডাকঘরঃ যশোর – ৭৪০০, ওয়ার্ড নং – ০১, যশোর পৌরসভা, থানাঃ কোতয়ালী মডেল, জেলাঃ যশোর, বাংলাদেশ। উক্ত দু্ষ্কৃতকারীকে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ৬০০ (ছয়শত) পিস সহ আটক করা হয়েছে। উপ -পরিদর্শক এস,এম, শাহীন পারভেজ বাদী হলে আটককৃত আসামী’র – নামে – কোতয়ালী মডেল থানা’য় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে।
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।