এ মেয়ের সারা গায়ে, বসন্তের ছোঁয়ায় গাঁদা ফুলে ভরে, আধা বাকী নাই।

২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১২:২১:১১

আহা আজি এ বসন্তে—
এত ফুল গায়ে–
এত ফুল পায়ে–
এত মানুষ চায়—
আহা আজি এ বসন্তে—।

এ মেয়ের সারা গায়ে, বসন্তের ছোঁয়ায়
গাঁদা ফুলে ভরে, আধা বাকী নাই,
সবাই দেখেও দেখে না
সবাই বুঝেও বুঝেনা—
তারা গেল কোথায় পালায়–
আহা আজি এ বসন্তে—
ওনাকে দেখলে কবিগুরু আজকে এভাবে লিখতেন।

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।