কর্মের সন্ধানে ২-৩ টা দেশে ঘুরা হয়েছে আমার, বর্তমানে কুয়েতে আছি।

২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৩০:০৯

কর্মের সন্ধানে ২-৩ টা দেশে ঘুরা হয়েছে আমার, বর্তমানে কুয়েতে আছি।

এতো বছর একটা জিনিস খুব ভালোভাবে উপলব্ধি করছি৷ সেটা হলো বাঙালী বিশ্বের যেখানে যাক এদের মধ্যে কোনো একতা নাই৷ সবসময় এদের ভেতরে হিংসা, কে কারে নিছে নামাবে, কে কি খাইলো পরলো এগুলো সমালোচনা করে৷

সাউথ ইন্ডিয়ার মানুষ তারা কখনো নিজ দেশি মানুষের দোকান ছাড়া কিছু কিনে না৷ খেতে যায় না৷ পাকিস্তানিরাও সেম৷ জাতিগত এদের টান আছে তাদের৷ কেবল বাঙালী ছাড়া৷

আমার প্রথম কাজে সবচেয়ে হেল্প করছিল কিছু পাকিস্তানি। অথচ বাঙালী যারা ছিলো এরা কোনোদিন হেল্প করে নাই, আমার আত্বিয়-স্বজনও কম ছিলো না ওমানে।

আমাদের রক্তেই আসলে হিংসা জিনিসটা ভরা৷ কেউ আমাদের থেকে উন্নতী করলে৷ উপরে উঠলে আমাদের সহ্য হয় না৷ এজন্যে দেশ স্বাধীনের এতো বছর পরেও না আমরা উন্নত হইছি৷ না হইছে দেশ৷

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।