নেত্রকোনা মডেল থানায় “ওপেন হাউজ ডে” অনুষ্ঠিত।
নেত্রকোনা মডেল থানায় “ওপেন হাউজ ডে” অনুষ্ঠিত।
নেত্রকোনা মডেল থানা পুলিশ কর্তৃক আয়োজিত অদ্য ১৯/০২/২০২৪ ইং তারিখ বেলা ১১.০০ ঘটিকায় থানা কম্পাউন্ডে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন নেত্রকোনা মডেল থানার সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব আবুল কালাম পিপিএম মহোদয় এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ নেত্রকোনার অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ ফয়েজ আহমেদ স্যার। এছাড়াও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে লোকজন উপস্থিত হন।
অফিসার ইনচার্জ জনাব আবুল কালাম পিপিএম স্যারের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া উক্ত অনুষ্ঠানে প্রথমেই বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ব্যাক্তিদের নিকট থেকে বিভিন্ন বিষয় নিয়ে অভিযোগ শোনা হয়। তারা মাদক, জুয়া, ইভটিজিং, বাল্য বিবাহসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন।
মঞ্চে উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ বিট পুলিশিংয়ের বিভিন্ন কার্যক্রমে নিয়ে প্রশংসনীয় বক্তব্য প্রদানসহ ভবিষ্যতেও এর ধারাবাহিকতা বজায় রাখার জন্য আশা ব্যক্ত করেন।
প্রধান অতিথি হিসেবে জেলা পুলিশ নেত্রকোনার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ ফয়েজ আহমেদ স্যার তার বক্তব্যে আগত ব্যক্তিদের বিভিন্ন এলাকার অভিযোগের ব্যাপারে সমাধানের নির্দেশনা প্রদান করেন। মাদক, জুয়া, বাল্য বিবাহ, ইভটিজিং রোধে পুলিশকে সহায়তা করার করার জন্য জনগণকে আহবান করেন। যেকোন অপরাধ দমনে সহায়তা কামনা করে জাতীয় জরুরী সেবা “৯৯৯” এবং “হ্যালো এসপি” ব্যাবহারে সবাইকে উদ্ভুদ্ধ করেন। তিনি সকলের সহযোগিতায় অপরাধমুক্ত এলাকা হিসেবে নেত্রকোনা মডেল থানা আত্মপ্রকাশ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সবশেষে সম্মানিত সভাপতি তার সমাপনী বক্তব্যে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।