ঢাকা(মহাখালী) টু ব্রাম্মনবাড়িয়া রুটে অত্যন্ত সুনামের সাথে প্রতিদিন ২০মিনিট পর পর সার্ভিস দিয়ে যাচ্ছে।
ঢাকা(মহাখালী) টু ব্রাম্মনবাড়িয়া রুটে অত্যন্ত সুনামের সাথে প্রতিদিন ২০মিনিট পর পর সার্ভিস দিয়ে যাচ্ছে।
যাত্রীদের সুবিধার কথা চিন্তা করে ইতিমধ্যেই লাবিবা ক্লাসিক লিঃ ব্রাম্মনবাড়িয়া রুটের সকল ৪৫ সিটের বাস ৪০ সিট করে ফেলছে। এতে যাত্রীগণ পর্যাপ্ত পরিমান লেগরেস্টের সুবিধা পাবে।
লাবিবা ক্লাসিক লিঃ
গ্রীষ্মকালিন অবকাশ শুরু হওয়ায় কিছুদিনের মধ্যেই ফাস্ট ট্রিপ ও লাস্ট ট্রিপের সময়সূচি কিছুটা পরিবর্তন আসতে পারে।
বর্তমানে ঢাকা (মহাখালী) থেকে ১ম ট্রিপ ভোর ৫ঃ০০ টায় এবং লাস্ট ট্রিপ রাত ১০ঃ০০টায় ( ২০ মিনিট পর পর) ব্রাম্মনবাড়িয়া (ভাদুঘর) থেকে ১ম ট্রিপ ভোর ৫ঃ০০ টায় এবং লাস্ট ট্রিপ রাত ৯ঃ০০ টায় ২০ মিনিট পর পর (শনিবার ও রবিবার ফাস্ট ট্রিপ ভোর ৪ঃ৩০ থেকে) যাত্রীসেবায় মান উন্নয়নের লক্ষ্যে প্রতিনিয়ত লাবিবা ক্লাসিক নতুন নতুন পরিকল্পনা গ্রহন করছে।
বিশেষ ভাবে কাউন্টার ছাড়া টিকিট বিহীন লোকাল যাত্রী পরিবহন করা সম্পূর্ণ নিষেধ। (কোন যাত্রী উপযুক্ত প্রমাণ দিয়ে ধরিয়ে দিলে পরবর্তী টিকিট তার জন্য সম্পূর্ণ ফ্রি)।
তাছাড়া গাড়ির ভিতর ড্রাইভার ও সুপারভাইজার কোন অপ্রীতিকর পরিবেশ সৃষ্ট করলে সাথে অভিযোগ ও পরামর্শ নাম্বারে যোগাযোগ করুন (০১৩২১১৭১১১০,০১৩২১১৭১১২০)
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।