সুনামগঞ্জে তাহিরপুর থানা পুলিশের অভিযানে ২০৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার-৪।

২৮ ফেব্রুয়ারি ২০২৪, ৩:৪৩:৫৪

সুনামগঞ্জের তাহিরপুর থানার এসআই নাজমুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ২০৩ বোতল বিদেশী মদসহ ৪ মাদক কারবারিকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হলেন তাহিরপুর থানার জালালপুর গ্রামের আঃ হাসিমের ছেলে মোঃ দীন ইসলাম (২৪), একই থানার উত্তর মোকশেদপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে মোঃ ইউনুস আলী (২০), একই গ্রামের মৃত সিদ্দিক আলীর ছেলে হযরত আলী (২৬), লাউড়েরগড় গ্রামের ইদ্রিস আলীর ছেলে মোঃ ইব্রাহিম (১৯)।

গতকাল সোমবার (২৬ ফেব্রুয়ারি ২০২৪ খ্রি.) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাহিরপুর থানাধীন মোদেরগাঁও গুদারাঘাট সংলগ্ন বালুচরে এই অভিযান পরিচালনা করছিল।

এ সময় গ্রেফতারকৃত আসামিদের নিকট থেকে ১৫৩ বোতল Officer’s Choice, ১৪ বোতল McDowells No-1 এবং ৩৬ বোতল AC BLACK নামক সর্বমোট ২০৩ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে তাহিরপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামিদের যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।