রংপুর জেলার পুলিশ সুপার মহোদয়কে বাংলাদেশ পুলিশ মেডেল বিপিএম-সেবা। পদকে ভূষিত করলেন মাননীয়, প্রধানমন্ত্রী।

২৮ ফেব্রুয়ারি ২০২৪, ৩:৪৬:১২

রংপুর জেলার পুলিশ সুপার মহোদয়কে বাংলাদেশ পুলিশ মেডেল বিপিএম-সেবা।
পদকে ভূষিত করলেন মাননীয়, প্রধানমন্ত্রী।
27/02/24/

স্মার্ট পুলিশ স্মার্ট দেশ, শান্তি প্রগতির বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ২৭ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রিঃ সকাল ১০.৩০ ঘটিকায় ঢাকার রাজারবাগ পুলিশ।

লাইন্স মাঠে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে পুলিশ সপ্তাহ-২০২৪ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন এবং বার্ষিক পুলিশ প্যারেড পরিদর্শন করেন।

পুলিশ সপ্তাহ-২০২৪ উপলক্ষে চারটি ক্যাটাগরিতে ৪০০ জন পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পদক দেওয়া হয়েছে।

গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা প্রদর্শন, কর্তব্য নিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য জনাব মোঃ ফেরদৌস আলী চৌধুরী, পুলিশ সুপার, রংপুর।

অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মহোদয়কে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহোদয় বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদক বিপিএম-সেবা পদকে ভূষিত করেন। জনাব মোঃ নজরুল ইসলাম (সহকারী পুলিশ সুপার।

সি-সার্কেল) মহোদয় ও জনাব মোঃ আনোয়ারুল ইসলাম (অফিসার ইনচার্জ, পীরগঞ্জ থানা) মহোদয়কে পিপিএম পদকে ভূষিত করেন। এজন্য রংপুর জেলা পুলিশ অত্যন্ত গর্বিত ও আনন্দিত।

জেলা পুলিশ, রংপুরের পক্ষ হতে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়কে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। সেই সাথে জনাব মোঃ ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম-সেবা, পুলিশ সুপার, রংপুর।

অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মহোদয়সহ জনাব মোঃ নজরুল ইসলাম (সহকারী পুলিশ সুপার, সি-সার্কেল) মহোদয় ও জনাব মোঃ আনোয়ারুল ইসলাম, অফিসার ইনচার্জ পীরগঞ্জ থানা মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।