ইভটিজিং, মাদক, ও বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানে নেত্রকোণা জেলা পুলিশের সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত।
ইভটিজিং, মাদক, ও বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানে নেত্রকোণা জেলা পুলিশের সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত।
পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নেত্রকোণা জেলার ১০টি থানায় ১০১ বিট রয়েছে। প্রতিটি বিটে সাব ইন্সপেক্টর পদমর্যাদার একজন দায়িত্বশীল পুলিশ অফিসার নিয়োজিত রয়েছে।
বিট পুলিশিং কার্যক্রমের অংশ হিসেবে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাগণ অদ্য ০৩/০৩/২০২৪ খ্রি. ৭৬ টি বিটের ১০৪ টি শিক্ষা প্রতিষ্ঠান ও ৮৭ বিট পরিদর্শন করেন।
নেত্রকোণা জেলার ১০৪ টি শিক্ষা প্রতিষ্ঠানে ইভটিজিং, মাদক, নারী নির্যাতন , বাল্যবিবাহ , মোবাইলের অপব্যবহার, কিশোর গ্যাং , আত্মহত্যা বিষয়ক ক্ষতিকর দিক সম্পর্কে ছাত্র-ছাত্রীদের সচেতন করেন।
কোথাও উক্ত অপরাধ গুলি সম্পর্কে সংবাদ পাওয়া গেলে বা ছাত্রছাত্রীরা জানতে পারলে, জাতীয় জরুরি সেবা নাম্বার – ৯৯৯ এবং হ্যালো এসপি নম্বরের যোগাযোগ করার জন্য বলেন, স্কুলের শিক্ষার্থীদের সচেতন করতে জেলা পুলিশের এই উদ্যোগ সময়োপযোগী বলে বিভিন্ন ব্যক্তিবর্গ মন্তব্য করেন।
বিট পুলিশিং কর্মকর্তাগণ তাদের কার্যক্রমের অংশ হিসেবে নিয়মিত ভাবে এলাকার বিভিন্ন গোষ্ঠীগত দ্বন্দ্ব, জঙ্গি,সন্ত্রাসবাদ, মাদকদ্রব্য নির্মূল সহ সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনের লক্ষ্যে ইউ,পি চেয়ারম্যান, মেম্বার এবং স্থানীয় জনগনকে সাথে নিয়ে বিট পুলিশিং উঠান বৈঠকের মাধ্যমে সংশ্লিষ্ট সকলকে সচেতন করেন।
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।